Welcome to your WBCS 2017 Prelims Questions
পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে যে পদার্থ ব্যবহার করা হয় তা হলো —
কোন গৃহে তড়িৎচালিত যন্ত্রপাতি পরস্পরের সহিত যুক্ত করা হয় ?
নিম্নলিখিত কোন রাষ্ট্রের রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা নেই ?
রাণা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল —
'আইন-ই-আকবরি' গ্রন্থের লেখক হলেন —
মুন্ডা বিদ্রোহ (উলগুলান) -এর নেতৃত্ব দেন —
দ্রাঘিমা হিসেবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি হলো—
ভারতের কোন রাজ্যে বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ করে ?
ভারতের কোন রাজ্যে বায়ুপ্রবাহ শক্তির বৃহত্তম সরঞ্জাম সংস্থাপিত হয়েছে ?
মানবিক উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয় —
ভারতীয় অর্থনীতির সেবাক্ষেত্রে —
1853 সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয় —
'লাল' বিপদ সংকেত হিসেবে ব্যবহার করার কারণ —
একটি বস্তুর উপর বিপরীতমুখী এবং অসমরৈখিক দু'টি অসমান বল প্রয়োগ করা হলো । এর ফলে বস্তুটির —
পরিবর্তিত মৃদগত কান্ডের উদাহরণ —
চিনা পর্যটক হিউয়েন সাঙ ভারতে আসেন যার শাসনকালে, তিনি হলেন —
বিশ্ব উন্নয়ন রিপোর্টটি প্রকাশ করে —
জনগণনা 2011 অনুসারে ভারতের 35 বছর -এর কম বয়সি জনসংখ্যার ভাগ হলো —
ভারতের সবুজ বিপ্লবের ফলে নিম্নলিখিত কোন শস্য উৎপাদন হারে সর্বাধিক বৃদ্ধি পায় ?
ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?
জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন —
'মর্লে-মিন্টো সংস্কার কত সালে ঘোষিত হয় ?
স্টকহোম কনফারেন্সের প্রেক্ষাপটে ভারত সরকার পরিবেশ পরিকল্পনা ও সমন্বয়কারী জাতীয় কমিটি গঠন করে —
রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি ?
সম্প্রতি কোন সংস্থা সারা দেশে সিনেমা হল-এ চলচ্চিত্র প্রদর্শনের আগে জাতীয় সংগীত বাজানোর আদেশ দেয় ?
বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন —
সৎনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয়, তিনি ছিলেন —
সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ?
মৌর্যশাসক, যিনি তাঁর আদেশলিপি গুলিতে 'প্রিয়দর্শী' নামের ব্যবহার করতেন —
একটি বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, যখন —
জাতীয়তাবাদী সংগঠন 'পুনা সার্বজনীক সভা' প্রতিষ্ঠিত হয় যে বছরে, সেটি হলো —
জনসংখ্যার হিসাবে পৃথিবীতে ভারত দ্বিতীয় স্থানে, কিন্তু আয়তনের হিসাবে ভারতের স্থান —
কৃষি উৎপাদনের মূল্য হিসেবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য ফসল হলেো —
নিম্নলিখিতগুলির মধ্যে কোন বন্দরে স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে ?
পশ্চিমবঙ্গ রাজ্যে কোন জেলা মানবসম্পদ সূচকে সর্বাধিক স্তরে উন্নিত হয়েছে ?
পশ্চিমবঙ্গের ব-দ্বীপ অঞ্চলে নিম্নলিখিত কোনটি আহরণ / খনন করা হয় না ?
পশ্চিমবঙ্গে 'রাঢ়' হল একটি ভূ-প্রাকৃতিক অঞ্চল, যার অংশবিশেষ দেখা যায় যে জেলায় সেটি হলো —
ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল ?
পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন —
ফরওয়ার্ড ব্লক-এর প্রতিষ্ঠাতা ছিলেন —
কত সালে এবং কোথায় মুসলিম লিগ 'পাকিস্তান প্রস্তাব' গ্রহণ করেছিল ?
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক -এর প্রতিষ্ঠার সালটি হলো —
ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা —
রাজ্যসভার চেয়ারম্যান হলেন —
পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয় ?
'রাজস্ব-দায়িত্ব ও বাজেট ব্যবস্থাপনা আইন 2004' -এর উদ্দেশ্য হলো—
সুপরিচিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন এই জাতীয় উদ্ভিদ থেকে পাওয়া যায় —
RBr -কে RMgBr -এ রূপান্তর করতে লাগবে —
বংশগতির পার্টিকুলেট থিওরি বা মতবাদ প্রবর্তন করেন —
মুল্লাপেরিয়ার বাঁধ অসন্তোষের কারণ যাদের মধ্যে —
29/11/949 তারিখে যখন ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হয় তখন নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত ছিল না ?
আইন-শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত ?
কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন ?
আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল —
জালিয়ানওয়ালাবাগ -এর হত্যাকান্ড কবে এবং কোথায় হয়েছিল ?
আজাদ হিন্দ ফৌজ -এর প্রতিষ্ঠাতা কে ?
'স্বরাজ আমাদের জন্মগত অধিকার' — উক্তিটি কার ?
সাধারণত গ্রীষ্মকালীন মৌসুমিবায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায় —
ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে —
ছত্তিশগড় রাজ্যের ভিলাই যে শিল্প কারখানার জন্য বিখ্যাত সেটি হল —
এলাকা ও জনসংখ্যার ভিত্তিতে ভারতের সর্বাধিক বৃহত্তম নগরপুঞ্জ হলো —
ভারতের অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য হলো —
'বিশেষ অর্থনৈতিক অঞ্চল আইন' টি ভারতীয় পার্লামেন্টে 2005 সালে অনুমোদন করে এবং ওই আইনটি বলবৎ হয় —
জাতীয় কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে কত সালে লখনউ চুক্তি স্বাক্ষরিত হয় ?
জাতীয় কংগ্রেস তার 1929 সালের লাহোর অধিবেশন -এ কোনটিকে লক্ষ্য বলে ঘোষণা করেছিল ?
কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি 'Post-Dated Cheque' বলে অভিহিত করেছিলেন ?
ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালা বেশ গুরুত্বপূর্ণ । এখানে 'ঘাট' কথাটির অর্থ হলো —
পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মধ্যে খরা প্রত্যক্ষ হবার কারণ হলো —
ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কী ছিল ?
নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয় ?
'টোটো' হল একপ্রকার আদিম আদিবাসী, যাঁদের পাওয়া যাবে যে রাজ্যে সেটি হলো —
জলের মধ্যে একটি দাড়ি কামানোর বুরুশ ডোবানো আছে । বুরুশটি জলের বাইরে নিয়ে এলে দেখা যায় এর চুলগুলি পরস্পরের কাছে চলে এসেছে, কারণ —
জলে ভাসমান বিশুদ্ধ বরফের টুকরোর নিমজ্জিত অংশের পরিমাণ —
মিয়োসিস -এর সময় ক্রসিং ওভার হয় এই দশায় / উপদশায় —
রামমোহন রায়-কে 'রাজা' উপাধি প্রদান করেন মুঘল সম্রাট —
রজমনামা' যে গ্রন্থটির ফরাসি অনুবাদ, সেটি ছিল —
কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেন ?
দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদ ( দেবগিরি ) রাজধানী স্থানান্তরিত করেন, তিনি ছিলেন —
'কাদম্বরী' -র রচয়িতা হলেন —
ভারতের রেপো হার ঘোষণা করেন —
ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন ধারায় সাহায্যে অনুদানের ব্যবস্থা আছে ?
1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় ?
সিপাহী বিদ্রোহের সময় (1857) ভারতের বড়োলাট কে ছিলেন ?
মগধের কোন শাসক 'সেনিয়া' নামে পরিচিত ছিলেন ?
'সুল-ই-কুল' নীতি প্রবর্তন করেন —
মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখগুরুকে মৃত্যুদণ্ড দেন, তিনি ছিলেন —
কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তাঁর গবেষণার জন্য বিখ্যাত ?
নিম্নলিখিত কোন প্রক্রিয়া দ্বারা সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয় ?
দ্রুততম SN1 বিক্রিয়া হবে —
সবচেয়ে শক্তিশালী electropositive মৌলটি হল —
প্রাচীন সংবহন কলাতন্ত্রবিশিষ্ট (vascular) উদ্ভিদের স্টিলির প্রকৃতি ছিল —
পোলাভারম প্রকল্প যে নদীর সঙ্গে সংশ্লিষ্ট সেটি হলো —
ভারতে সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় যেখানে, সেটি হলো —
ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন —
কোন আন্দোলনের শুরুতে গান্ধিজি 'করেঙ্গে ইয়ে মরেঙ্গে' -এর ডাক দিয়েছিলেন ?
কোন সালে কার নেতৃত্বে 'চট্টগ্রাম অস্ত্রাগার' লুণ্ঠিত হয় ?
কোন সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয় ?
ভারতে কর্মরত জনসংখ্যার 50% এরও বেশি নির্ভর করে —
AGMARK নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত ?
পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসেবে ভারতের ভাগ হলো —
নীলদর্পণ' এর রচয়িতা হলেন —
'সতী' প্রথা আইন নিষিদ্ধ করার বছর ছিল—
ভারতীয়় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে যে শহরে অনুষ্ঠিত হয়, সেটি হল
দেহকোষে 'বার বডি' পাওয়া যায় না —
নিম্নলিখিত কোন প্রাণীর ফাইলাম সব চাইতে পরের আবিষ্কার ?
ভারতের মোট আভ্যন্তরীন সঞ্চয়ে সর্বাধিক অবদান হল—
হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন —
ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়ান ভেলু থাম্পির বিদ্রোহ যে দেশীয় রাজ্যে ঘটে, সেটি ছিল—
যে ভাইসরয় তিব্বতে ইয়ংহাসব্যান্ড মিশন পাঠান, তিনি হলেন —
ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিন উদযাপিত হয় —
অষ্টদিগ্গজ' গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন —
'অ্যান এরা অফ ডার্কনেস : দি ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া' গ্রন্থের লেখক কে ?
ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল —
দামোদর ভ্যালি কর্পোরেশন হলো —
'অর্থনৈতিক সংস্কার' ভারতে কোন সালে অনুসৃত হয় ?
নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না ?
বিশ্ব ব্যাঙ্ক -এর কেন্দ্রীয় দপ্তর অবস্থিত যেখানে —
একটি ডিমপাড়া স্তন্যপায়ী প্রাণী হলো —
CH3 ≡ CCH -কে CH3CH=CH2 -এ রূপান্তর করতে লাগবে —
1992 সালে SEBI -কে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয় —
1946 সালে কোন মিশন / কমিশন ভারতে আসে ?
কারা 'প্রত্যক্ষ সংগ্রাম' -এর (Direct Action) ডাক দেয় ও কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসেবে বেছে নেওয়া হয় ?
স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন —
নব গঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম হলো