Welcome to your WBCS 2018 Prelims All GK Questions
নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোন দেশ ২০১৭ সালের (FIFA) ফিফা কনফেডেরেশান কাপ জয় করেছিল ?
কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক নন ?
ভূতত্ত্ববিদগণের মতে কোশী নদীর গতিপথ পরিবর্তনের ফল
1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন কে এই বলে "by far the most serious rebellion since 1857" ?
সুভাষ চন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিল
ইসলামিক রাষ্ট্রসহ বিদেশি রাষ্ট্রগুলির ওপর হ্যাকিং (hacking) আক্রমণ প্রতিরোধের জন্য সর্বপ্রথম সামরিক সাইবার (cyber) বিভাজন গড়ে তুলে ছিল কোন দেশ ?
কে 'হইন্দভ ধর্মোদ্ধারক' (হিন্দুধর্মের রক্ষাকর্তা) উপাধি নেন ?
মুসলিম লীগের লাহোর প্রস্তাবের (1940) মূল গুরুত্ব ছিল
মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে
ভারত-আফগানিস্তান দ্বিতীয় স্ট্রাটেজিক পার্টনারশিপ কাউন্সিল -এর (Second India - Afghanistan Strategic Partnership Council) সভাপতিত্ব কে করেন ?
ভারতীয় সংবিধানে ক্ষমতা বিন্যাসে শিক্ষা অন্তর্ভুক্ত হয়
নিম্নলিখিতদের মধ্যে কে ফরাসীদের সাথে যুক্ত ছিলেন ?
পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্লান্টটি এইখানে অবস্থিত :
মুসলিম লীগ মাউন্ট ব্যাটেন পরিকল্পনা গ্রহণ করেছিলেন কেন না
মোঙ্গল-স্যাট-১ (Mongol Sat-1) নামক স্যাটেলাইটটি কোন দেশ প্রথম উৎক্ষেপণ করে ?
সিকিম ভারতের full-fledged রাজ্য ঘোষিত হয়
কে 'খালসা' প্রবর্তন করেন ?
২০১৭ সালের ১২ই ডিসেম্বর "কম্পানিয়ন অফ অনার্স" নামক পুরস্কার (Companion of Honours) কোন লেখককে প্রদান করা হয় ?
আগ্রা দিয়ে কলকাতা-মুম্বই জাতীয় সড়ক এই নামে পরিচিত :
২০১৭ সালের জন্যে তৃতীয় ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশনস (ICCR) -এর বিশিষ্ট ভারততাত্ত্বিক পুরস্কার প্রাপক কোন জাপানি অধ্যাপক
গড়ে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ —– % ।
'ঢাকা অনুশীলন সমিতি' কে প্রতিষ্ঠা করেন ?
পাবলিক অ্যাডমিনিষ্ট্রেশন -এর জন্য ব্যয় বিভাগ পড়ে
সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমান
কে ‘সত্যশোধক সমাজ’ প্রতিষ্ঠা করেন ?
অপিক্কো আন্দোলনের নেতৃত্ব দেন
নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC October 31, 1920) প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন ?
1857 -র বিদ্রোহের সময় লক্ষ্মৌতে বিদ্রোহের নেতৃত্ব দেন
লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল ____ দিন ।
২০১৭ সালের 'গ্লোবাল ওয়াইল্ড লাইফ প্রোগ্রাম' কোন তথ্যের প্রকাশ প্রত্যক্ষ করে ?
ভারতের কোন গভর্নর জেনারেল ভারতে দ্রুত রেলপথ নির্মাণের কথা বলেন ?
“I do what I do” বইটির লেখক কে ?
বিশুদ্ধ জলে লবণ মেশালে এর স্ফুটনাঙ্ক
‘ইন্ডিয়ান ইনডিপেনডেনস লীগ' প্রতিষ্ঠা করেন
বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল ?
খাদ্য ও কৃষিসংস্থা (সম্মিলিত জাতিপুঞ্জ) প্রতি বছর ৫ই ডিসেম্বর -কে কী বিশেষ দিন হিসাবে পালন করে ?
নিম্নলিখিতদের মধ্যে কে 'নিউ ল্যাম্পস ফর ওল্ড' এই শিরোনামে কতকগুলি প্রবন্ধের মাধ্যমে যুক্তিসঙ্গতভাবে নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করেন ?
স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন
নিকট দৃষ্টি সম্পন্ন ত্রুটি ঠিক করা যাবে
বক্সারের যুদ্ধের সময়ে (1764) বাংলার নবাব কে ছিলেন ?
মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল
মানুষের দুধ-দাঁতের সংখ্যা
কে 'হিন্দু প্যাট্রিয়ট' -এর সম্পাদক ?
নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি ?
কংগ্রেসকে ‘আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ’ বলে কে সমালোচনা করেছিলেন ?
ছোটোনাগপুর মালভূমি গঠিত প্রধানত
ভারতীয় সংবিধানে কোন article -এ গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে ?
100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে ?
জাতীয় সড়ক বনগাঁর সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপন করেছে -—
কংগ্রেস কর্তৃক গঠিত 'জাতীয় পরিকল্পনা কমিটি 'র সভাপতি কে ছিলেন ?
Ombudsman প্রতিষ্ঠান -এর সূত্রপাত হয়
নীচের কোনটি তিমির প্রধান স্বাসঅঙ্গ হিসাবে কাজ করে ?
পূর্ব রেলপথের সদর দপ্তর —— -এ অবস্থিত
অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও
'বুদ্ধচরিত' গ্রন্থটির রচয়িতা কে ?
কোন সমাজ সংস্কারক ‘পেরিয়ার' নামে জনপ্রিয় ছিলেন’ ?
কোন গ্রন্থ নীল্ চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয় ?
16 bits (বিটস) -এর সমাহারকে বলে
ভারতের —— রাজ্যে সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় ও সর্বাধিক সঞ্চিত ।
নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয় ?
একটি সুতায় বাঁধা পাথর বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে হঠাৎ ছিঁড়ে গেলে
'হিন্দ-হিন্দী-হিন্দু' কে প্রচার করেছিলেন ?
কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ?
ভারতের উচ্চতম শৃঙ্গ K2 এই নামেও পরিচিত :
নিম্নলিখিত কোন দেশ থেকে ভারতে সর্বাধিক পরিমাণ সোনা আমদানি করা হয় ?
একটি বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় কোনো তরলে ভাসে । বস্তু ও তরলটিকে ঐ অবস্থায় চাঁদে নিয়ে গেলে বস্তুটি
অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন ?
পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয়
USB কোন ধরণের স্টোরেজ যন্ত্র ?
ইন্ডিয়-জর্ডন-মরক্কো ট্রেড অ্যান্ড ইকনোমিক জয়েন্ট কমিটি-এর দশম সম্মেলন অনুষ্ঠিত হল
কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে আসেন ?
কোনটি 'Social networking site' নয় ?
গঙ্গা নদীর সক্রিয় ব-দ্বীপ ভারতে এই স্থানে রয়েছে
এদের মধ্যে কোনটি সাধারণত Android application -এর ভাষা হিসাবে ব্যবহার করা হয় ?
ডোগরা জাতির মানুষেরা প্রধানত এই স্থানে বসবাস করে :
1916 সালে তিলক কোথায় হোমরুল লীগের প্রতিষ্ঠা করেন ?
Computer প্রোগ্রামের ত্রুটিকে বলা হয়
গ্রীক লেখকদের রচনায় কাকে 'স্যান্দ্রোকোট্টস' বলা হয়েছে ?
GNP (Gross National Product) ধার্য করার সময় কোন বিষয়টি বিবেচিত হয় না ?
ভারতের দ্বিতীয় জনবহুল জেলা (সেনসাস 2011) :
ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া হল
নিম্নলিখিত কোন দল প্রথম সংবিধান সভার মাধ্যমে ভারতবর্ষের সংবিধান প্রবর্তনের ধারণা গ্রহণ করেছিলেন ?
ভারত ও মায়্নামারের মধ্যে —— পর্বতশ্রেণি অবস্থিত
কিতাব-উল-হিন্দ কার রচনা ?
1927 সালের সাইমন কমিশন বয়কটের কারণ হল
রোহিলখণ্ড অঞ্চলটি এখানে অবস্থিত ।
ভিটামিন D -এর অভাবে কী রোগ হয়
কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন ?
'অভিনব ভারত' নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠিত হয়েছিল
প্লাস্টিক শিল্পে ব্যবহৃত 'PVC' কথাটি হল
আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ
'বৃহৎসংহিতা' গ্রন্থের রচয়িতা কে ?
কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয় ?
সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ী 'forcing a person to undergo polygraph, brain mapping and narco analysis tests, as violative of
ভারতে কার্স্ট ভূমিরূপ গঠিত হয়েছে
নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোন দেশ ঘোষণা করেছে যে সেই দেশ সর্বপ্রথম হাইড্রোজেন বোমা পরীক্ষা করেছে ?
কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত ?
সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে ?
নিম্নোক্ত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে কাকে রোমান ক্যাথলিক চার্চের সন্ত করা হয় ?
'ডলফিন নোজ' গুরুত্বপূর্ণ বিশাখাপত্তনম বন্দরে
কে 'গঙ্গাইকোণ্ডচোল' উপাধি ধারণ করেন ?
'আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান—রাইটিং অন ইন্ডিয়ান হিস্ট্রি, কালচার অ্যান্ড আইডেন্টিটি'— গ্রন্থটির লেখক কে ?
Financial inclusion রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুসারে বোঝায়
ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি
কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
২০১৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপক কে ?
কে চাহলগামী অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন ?
‘Back to Vedas’ এই স্লোগান কে প্রবর্তন করেন ?
নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের দ্বিতীয় সভার গুরুত্ব দেওয়া হয়
কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন ?
২০১৭ সালের ১৬ই নভেম্বর থেকে ২০ নভেম্বর কী নাম 'শিশু অধিকার দিবস' পালিত হয় ?
ভারতের সবুজ বিপ্লব রূপায়িত হয়েছে জেলা অনুযায়ী —— প্রয়োগের মাধ্যমে ।
'গোলামগিরি' গ্রন্থটি কে লেখেন ?
কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয় -এ অন্তর্ভুক্ত নহে
২০১৫ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার কে পেয়েছিলেন ?
নিউ দিল্লিতে ‘Ring Road’ -এর গুরুত্ব :
নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দিন-ই-ইলাহি / তৌহিদ-ই-ইলাহিতে যোগ দেন ?
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ?
২০১৬ সালে দেশের মধ্যে বিদেশি ও অন্তর্দেশীয় ট্যুরিস্ট স্থানগুলির মধ্যে কোন রাজ্য সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যুরিস্ট স্থান হিসাবে স্বীকৃতি পেয়েছে ?
হিন্দু নারীদের ‘সতী’ প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয় ?
নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে সিঙ্গাপুরের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন ?
ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তর -এর জন্য 1946 সালে “Break down plan” প্রস্তাব করেন
পশ্চিমবঙ্গের 'Dry Port’ -এর অবস্থান হল
নিম্নোক্ত দেশগুলির মধ্যে কোন দেশ চিরাচরিত জাতীয় বস্ত্র ও সংকৃতির প্রতি দেশবাসীকে অনুগত রাখার জন্যে আইন তৈরি করেছে ?
কে কুতুব মিনার নির্মাণকার্য সমাপ্ত করেন ?
বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে সরকারি-বেসরকারি উদ্যোগের সূচনায় অনুমোদন দান করে কোন রাজ্য সরকার, বেসরকারি মালিকদের সরকারি বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণের পথ খুলে দিয়েছে ?