Welcome to your WBCS 2013 Prelims All GK Questions
ভারতের ধান উত্পাদনের —— হয় পশ্চিমবঙ্গে ।
ভারতের 'ইনফরমাল' ক্ষেত্রে, কর্মমুখী জনসংখ্যার কত শতাংশ নিয়োজিত ?
রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় ?
কে বলেছিলেন 'সব লাল হো যায়েগা' ?
কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয় ?
ভারতের প্রতি বছর —— mmt পেট্রোলিয়াম পরিশুদ্ধ হয় ।
'বাংলাদেশ রাষ্ট্র' তৈরী হয় কোন বছরে ?
বিতর্কিত বেদান্ত অ্যাlলুমিনিয়াম প্রকল্প কোথায় অবস্থিত ?
কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন ?
পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম
বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয় ?
ভারতের ন্যাশনাল গ্রীণ ট্রাইবুন্যাল প্রতিষ্ঠিত হয় ?
'স্বত্ব বিলোপ নীতি' প্রবর্তন করেছিলেন
ভারত-চীন যুদ্ধ হয়েছিল কোন সালে ?
নেটোর (NATO) প্রধান কার্যালয়
একটি বরফের ঘনক একটি বড় বিকারের জলের মধ্যে ভাসানো আছে । বরফের ঘনকটিতে একটি বড় বায়ুর বুদবুদ আছে । যখন বরফটি সম্পূর্ণ গলে যাবে, তখন বিকারের জলের তলের কী পরিবর্তন হবে
1942 -এ কোথায় স্বরাজ পঞ্চায়েত তৈরী হয় ?
একই গতিশক্তি সম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ ?
সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন ?
পশ্চিমবঙ্গে বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায়
কোন রাশির একক ডাইন-সেকেন্ড ?
কোন বছর 'এশিয়াটিক সোসাইটি' র পত্তন হয় ?
কে সুভাষ বোসের 'আজাদ হিন্দ ফৌজের' সদস্য ছিলেন না ?
'স্যার ক্রিক' সংক্রান্ত বিবাদ যে দেশগুলির মধ্যে
কত সালে মহাত্মা গান্ধি অসহযোগ আন্দোলন শুরু করেন ?
'সবুজ বিপ্লব' প্রথমে কোথায় ঘটেছিল ?
বার্নার দিয়ে ফ্লাস্কের জল ফুটানো হচ্ছে । কী করলে জলের স্ফুটনাঙ্ক কমে যাবে ?
'যুক্ত সার্বভৌম বাংলা' র একজন প্রবক্তা কে ছিলেন ?
কার হাতে টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল ?
ভারতবর্ষ কোন সংস্থার 'পূর্ণ' সদস্য ?
নিম্নলিখিত যৌগটি তৈরী করা আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের একটি যুগান্তকারী কাজ
কে 'নীলদর্পণ' অনুবাদ করেছিলেন ?
কে লিখেছিলেন 'ইন্ডিয়া উইনস ফ্রীডম' ?
বাহ্যিক চৌম্বকক্ষেত্রের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্ত রাখতে ব্যবহৃত হয়
ভারতের G.D.P. তে সবচেয়ে বেশী অংশ যে ক্ষেত্রের তা হল
'প্রার্থনা সমাজ' প্রতিষ্ঠা করেন ?
পৃথিবীর মানচিত্রে সমান বিনতি কোণ বিশিষ্ট স্থানগুলি যোগ করে যদি রেখা টানা হয় তাহলে সেই রেখাগুলিকে বলা হয়
ভীল বিদ্রোহ কোথায় হয়েছিল ?
মহলানবিশ প্রবর্তিত ভারতীয় পরিকল্পনায় যে ক্ষেত্রের উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছিল, তা হল
পানীয় জলে কার উপস্থিতি কাম্য ?
ভারতের শেষ গভর্নর-জেনারেল কে ছিলেন ?
কত বছরের নীচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষে আইনত নিষিদ্ধ ?
বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন ?
হিমোগ্লোবিনে কোন ধাতব আয়নটি আছে ?
পাট চাষের প্রধান ক্ষেত্র হল
ধারওয়ার যুগের গ্রানাইট ও নীস পাওয়া যায়
ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছিল কবে ?
লেকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
কোন জায়গাকে সাঁওতালরা 'দামিন-ই-কোহ' বলত ?
ভারতবর্ষের কত শতাংশ লোক দরিদ্র ?
বাড়িতে ব্যবহৃত মিউরিয়েটিক অ্যাসিড নিম্নলিখিত দ্রব্য থেকে লঘুকৃত
গণ্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত ?
ভারতের টাকা পূর্ণ পরিবর্তনযোগ্য কোন ক্ষেত্রে ?
বাড়ির কাজে ব্যবহৃত ফিনাইল নিম্নলিখিত দ্রব্য সম্পর্কিত
বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে ?
ভারতে প্রথম চটকল স্থাপিত কোন সালে ?
কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয় ?
1940 এ মুসলিম লিগের কোন অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি পরিচয় গৃহীত হয় ?
বন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ ঘটে
কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত ?
'আইহোল প্রশস্তি' কে রচনা করেন ?
পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি নিম্নলিখিত কর আদায়ের ক্ষমতা রাখে
ব্যক্তবীজী উদ্ভিদে ত্রি-নিষেক ঘটার ফলে প্রস্তুত হয়
কোন আইনে খ্রিস্টীয় মিশনারিরা ভারতে প্রবেশের ছাড়পত্র পায় ?
নর্মদা নদীর উত্পত্তি কোথায় ?
এন্ডেমিক উদ্ভিদ তারাই, যারা জন্মায়
বিখ্যাত ছবি 'ভারত মাতা' কে এঁকেছিলেন ?
বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রাধান্য হয়
পৃথিবীপৃষ্ঠে যতটা অংশে জীবন বিরাজ করে তা হল
বি.পি.এল [B.P.L.] মানে হল
ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করে ?
শস্যক্ষেত্রে DDT স্প্রে করলে দূষিত হয়
পূর্ব ও পশ্চিম ঘাটের সংযোগস্থল হল
কোন উদ্ভিদের শস্য (এন্ডোস্পার্ম) থেকে তেল পাওয়া যায় ?
কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়েছিলেন ?
ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা হল
উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি ?
ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় ?
স্তন্যপায়ী প্রাণীর সারভাইক্যাল কশেরুকার সংখ্যা
তাঁর শিলালিপিতে অশোক নিজেকে অভিহিত করেন কি বলে ?
ভারতে মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক
পদবিহীন উভচর প্রাণী যে বর্গের অন্তর্গত, তা হল
কাকে 'গদর পার্টি' মারতে চেয়েছিল ?
এপ্রিল মাসে কোথায় ঝড়বৃষ্টির আশঙ্কা খুব বেশী ?
গজনীর সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন ?
প্রখ্যাত একটি পাখিরালয়ের নাম
ভারতের জাতীয় যোজনা কমিশন হল
কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ?
ক্ষেত্র হিসাবে ভারতের স্থান পৃথিবীর মধ্যে
পর্যাপ্ত পরিমাণ অ্যামাইলেসের উত্পত্তিস্থল হল
বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন ?
কে বলেছিলেন 'আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে' ?
যেটির অনুপস্থিতিতে পাখি বাদুড়ের থেকে পৃথক গোষ্ঠীর প্রাণী তা হল
খড়গপুরে রেলের কারখানা তৈরি হয়েছিল
নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত ?
চিংড়ির ক্যারাপেসের যে অংশটি গিল আবরণীর কাজ করে তাকে বলা হয়
ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভাগুলি পাস করতে পারে
কোন বছর জাতীয় কংগ্রেস 'পূর্ণ স্বরাজ' এর প্রস্তাব গ্রহণ করে ?
ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উত্পন্ন হয় ?
কোন বছর মহম্মদ বিন কাশিম সিন্ধু দখল করেন ?
ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হন
ভারতের কোন রাজ্যে আখের উত্পাদন সর্বাধিক ?
দাস বংশের প্রতিষ্ঠাতা কে ?
ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে
নিম্নলিখিত সংস্থার থেকে ঋণ নেওয়ার ফলে ভারতে Structural Adjustment নীতি চালু হয়
ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বাস করে ?
কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয় ?
ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার
জালালউদ্দিন মঙ্গবারণী কে ছিলেন ?
কোন হিন্দু শাস্ত্র গ্রন্থ আম্বেদকর জনসমক্ষে পুড়িয়ে ছিলেন ?
ভারত আক্রমণে কে বাবরকে আমন্ত্রণ করেছিল ?
পশ্চিমবাংলায় শিক্ষার হার কত ?
1938 সালে কার সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করে ?
ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষিক্ষেত্র হল
ভারতের কোন রাজ্যে ব্যাঘ্র প্রকল্প আছে যেটি বিশ্ব ঐতিহ্যস্থান
পশ্চিমবাংলার দার্জিলিং জেলায় টেম্পারেট জঙ্গল কত উচ্চতায় পাওয়া যায় ?
কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগীজদের দমন করেন ?
কবে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় ?
মানবাধিকার দিবস উদযাপিত হয়
ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক ?
সিরাজদৌল্লা কবে সিংহাসনে বসেন ?
ভারতীয় সেনাবাহিনীর সুপ্রীম কমান্ডার হলেন
ভারতের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উত্পাদন হয় ?
নিম্নলিখিত কে 'দীন-ই-ইলাহী' র সদস্য হন ?
ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা