Welcome to your WBCS 2010 Prelims All GK Questions
কোন বস্তু থেকে তাপ বিকিরণের হার সর্বোচ্চ হয় যদি তার তলটি হয়
হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি হল
উচ্চস্তপায়ীর জরায়ু ও যোনি নালীর সংযোগ স্থলের সরু অংশটি যে নামে পরিচিত
নীচের কোন বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানে মিনামাটা রোগের কারণ হয়েছিল
একটি ব্রায়োফাইট / মস -এর দেহজ অংশটি যে গঠনকে উপস্থাপিত করে , তা হল
নিম্নোক্ত দিল্লী সুলতানদের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে এবং বিশ্ববিজয় করতে চেয়েছিলেন
উৎসেচক একটি জীব রাসায়নিক বিক্রিয়াকে যেভাবে ত্বরান্বিত করে তা হল
হৃদপেশী ক্লান্ত ( Fatigue ) হয় না কারণ
বিশ্ব জুড়ে যোগাযোগের জন্য নুন্যতম সংখ্যক কৃত্রিম উপগ্রহ প্রয়োজন
সালোক সংশ্লেষে আলোক দশা সম্পন্ন হয়
পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত
হ্যাভারশিয়ান তন্ত্র যার অংশবিশেষ
নীচের কোনটি সবচেয়ে উপযুক্ত নিউক্লীয় জ্বালানি
নীচের কোনটি ভৌত পরিবর্তন নয়
লাটুরের ভূমিকম্প হয়েছিল নিম্নোক্ত কারণে
পালিটিন ক্রমোজোম যে কোষে পাওয়া যায়
পাতায় ঢোকানো পত্ররন্ধ্রের উপস্থিতি যে চারিত্রিক বৈশিষ্ঠ দেখায় , তা
কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটিকে মেয়াদ পূর্তির এক বছর আগে স্থগিত করে দেওয়া হয়েছিল
ভারত-ইতিহাসের কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট ও বরাহমিহির (যথাক্রমে বিজ্ঞানী ও গণিতবিদ
সুলতানি আমলে ইকতা বলতে বুঝাত
আয়নার প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয় ?
মূল্যযুক্ত কর আরোপিত হয় কোনও দ্রব্যের
কোন ধাতুর আয়ন সালোক-সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে ?
'DNA পর্যায়ক্রম' প্রক্রিয়া আবিষ্কার করেন
ক্ল্যাডোগ্রাম যে প্রকল্পটিকে ব্যাখ্যা করে
তথ্য অবগত হওয়ার অধিকার সংক্রান্ত আইনটি নিম্নোক্ত কোন রাজ্যটি ছাড়া বাকি সর্বত্র প্রযোজ্য
নীচের উক্তিগুলি বিবেচনা করুন : 1. নিউটনের প্রথম গতিসুত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় 2. নিউটনের দ্বিতীয় গতিসুত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় 3. বাড়িতে বৈদুতিক সরঞ্জামগুলি শ্রেণী সমবায়ে যুক্ত থেকে 4. টেলিভিসনের পিকচার টিউব মূলত একটি ক্যাথোড রশ্মি নল
নিচে উল্লিখিত করগুলির কোনটি পরোক্ষ কর , যেটি কেন্দ্রিয় সরকার ধার্য করে ?
কোন বছর ইংরেজদের সঙ্গে রণজিৎ সিংহের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ?
ফতেপুর সিক্রিতে ইবাদত খানা কী ছিল ?
কোন বছর রেগুলেশন XVII বিধিবদ্ধ করে সতীদাহ নিষিদ্ধ ঘোষিত হয়েছিল ?
হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত ?
আলিগড়ের মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয়েছিল
ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদী গোষ্ঠী ( স্কুল ) হল
টোডা উপজাতি দেখতে পাওয়া যায়
তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
1992 সালে সংবিধানের 73 তম সংশোধনীটি 1. গ্রাম ও অন্যান স্তরে পঞ্চায়েত গঠনের বিষয়টিকে সাংবিধানিক বৈধতা দিয়েছে । 2. সংবিধানে শহরের স্বায়ত্তশাসিত সংস্থাগুলি সম্পর্কে একটি নুতন অংশ সংযোজিত করেছে । 3. নির্দিষ্ট করেছে যে রাজ্য নির্বাচনী কমিশনের তত্ত্ববধানে অনুষ্ঠিত নির্বাচনে সব পঞ্চায়েত সদস্যরা পাঁচ বছর মেয়াদে নির্বাচিত হবেন । উপরের বিবৃতি গুলির মধ্যে কোনটি / কোনগুলি সঠিক ?
সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত স্বনির্ভর সংস্থাগুলির সাহায্যে ক্ষুদ্রঋণ প্রকল্প পরিচালনার জন্য শীর্ষ সংস্থাটি কী ?
নাদীর শাহ ভারত আক্রমণ করেছিলেন
একটি সুতির কাপড়ের এক প্রান্তে একটি গ্লাসের জলে নিমজ্জিত থাকলে কাপড়টি ভিজে যায় । এর কারণ
সুনামির উৎপত্তি নিম্নলিখিত কারণে
ভারতীয় সংবিধানের কোন ধারাতে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কের বিষয়ে সুপারিশ করার জন্য অর্থ কমিশন গঠনের সংস্থান করা হয়েছে ?
কোন বছরে দিল্লি দরবারে ইংল্যান্ডের রাণীকে ভারত-সম্রাজ্ঞীরূপে ঘোষনা করা হয়েছিল ?
নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরনা কে ছিলেন ?
'সনাতনপন্থী সংস্কারক ' কাকে বলা হয় ?
টিপু সুলতানের রাজধানী ছিল
' ভারতের অর্ধনগ্ন ফকির' - ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছিলেন ?
স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা-সভাপতি কে ছিলেন ?
পাশ্চিমবঙ্গে 2001 সেনসাস অনুযায়ী , সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার পাওয়া যায়
সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল
ভারতের পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহন করেছিলেন ?
কোন গভর্নর জেনারেল-এর আমলে বিধবা বিবাহ আইন প্রণীত হয়েছিল ?
দিব্য জীবন ( লাইভ ডিভাইন ) এর লেখক কে ?
'সমষ্টি উন্নয়ন কর্মসূচি' টি ভারতে কোন সালে চালু হয়েছিল ।
' অমৃত বাজার পত্রিকা ' কে প্রতিষ্ঠিা করেন ?
মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে কবে যোগদান করেছিল ?
নীল দর্পণ ইংরেজিতে কে অনুবাদ করেন ?
পশ্চিমবঙ্গের সুন্দরবনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ' নামে নিমোক্ত সালে ঘোষনা করা হয়েছে ?
ভাকরা নাঙ্গাল জলাধার নিম্নোক্ত নদীর উপরে অবস্থিত :
ভারতের বায়লদিলা পর্বত বিখ্যাত উৎপাদনের জন্য :
গান্ধীজির কোন আন্দোলন খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত হয় ?
নিখিল ভারতে ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?
খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে / কারা দিয়েছিলেন ?
মধ্যপ্রদেশে উৎপন্ন 'বক্সাইট' ব্যবহৃত হয়
কে প্রথম 'ভারতের গভর্ণর জেনারেল' উপাধি প্রাপ্ত হন ?
AIDS/HIV ভাইরাস এক প্রকারের
ফিসক্যাল রেসপনসিবিলিটি ও বাজেট ম্যানেজমেন্ট আইন যে বিষয় / বিষয়গুলির উপর প্রযোজ্য তা হল বাজেটের
চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিল
শের-ই পাঞ্জাব কাকে বলা হয় ?
যশপাল কমিটি রিপোর্টের বিষয় হল
ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডারে আর্থিক মূল্যের পরিমাপে বৃহত্তম অবদান আসে
'বাঘা যতীন' নামে কে পরিচিত ছিলেন ?
নিখিল ভারত হোমরুল লীগ -এর প্রতিষ্ঠাতা ছিলেন
বন সংরক্ষণ কমিটির সদস্য হচ্ছে
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন সালে ঘটেছিল ?
শিবাজীর রাজ্যভিষেক হয়েছিল
ভারতে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায়
শাসন কার্যকালে কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন ?
দীর্ঘকালীন কর্মনিয়োগের জন্য নীতি নির্ধারণের বিষয়ে নিম্নোক্ত পরিকল্পনাগুলির কোনটিতে এক সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছিল ?
সংবিধান সভার সভাপতি কে ছিলেন ?
'স্কুলবুক সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন ?
নাগার্জুনাসার বহুমুখী প্রকল্পের বাঁধ নিম্নলিখিত নদীর উপর অবস্থিত :
শ্বসনে , যে গুরুত্বপূর্ণ ভুমিকা সাইটোসল পালন করে তা হল
ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
কোন আইনের দ্বারা রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হন ?
আকবরের রাজত্বকালে কোন রাজকর্মচারীকে বকসী বলা হত ?
গঙ্গানদী সমুদ্রে প্রবাহিত হয়
নীচের দেওয়া বিবৃতিগুলি বিবেচনা করুন : 1. ভারতীয় সংবিধানের দ্বিতীয় অংশে 12 নম্বর থেকে 35 নম্বর ধারার মধ্যে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি বিবৃত আছে 2. সংবিধানে সম্পত্তির অধিকার অন্যতম একটি মৌলিক অধিকার উপরের বিবৃতিগুলির মধ্যে কোনটি / কোন গুলি সঠিক ?
ক্লাইভের বাংলার দেওয়ানী প্রাপ্তি ঘটেছিল
ভারতীয় বিপ্লবীদের জননীরূপ খ্যাত ছিলেন
নিম্নোক্ত ভারতীয় রাজ্যগুলির কোনটিতে জনঘনত্ব সর্বাপেক্ষা বেশী ?
ভারতের নতুন সংবিধান কবে গৃহিত ( স্বাক্ষরিত ) হয়েছিল ?
ভারতীয় সংবিধানের ষষ্ঠ তালিকায় যে বিষয় নিয়ে সংস্থান রাখা হয়েছে তা হল
ভারতে আমুল অর্থনৈতিক সংস্কার ও উদারনীতি চালু হয়েছিল
প্রথম তালিকাটির সঙ্গে দ্বিতীয় তালিকাটিকে মিলিয়ে নিয়ে নিচে দেওয়া সংকেতগুলি ব্যবহার করে সঠিক উত্তরটি বেছে নিতে হবে ? প্রথম তালিকা (ব্যক্তি) দ্বিতীয় তালিকা (পদ) (a) এন.গোপালস্বামী 1. মুখ্য তথ্য মহাধ্যক্ষ (b) সুখদেও থোরাট 2. মুখ্য নির্বাচনী মহাধ্যক্ষ (c) ওয়াজাহাৎ হবিবুল্লাহ 3. সভাপতি,জাতীয় মানবাধিকার অয়োগ (d) এস.রাজেন্দ্রবাবু 4. সভাপতি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি অয়োগ
a -2, b -1, c -4, d -3
a -1, b -3, c -4, d -2
a -2, b -4, c -3, d -1
a -2, b -4, c -1, d -3
কলকাতার মেডিক্যাল কলেজ কোন বছর স্থাপিত হয়েছিল ?
পশ্চিমবঙ্গে বাগিচা কৃষি নিম্নলিখিত জেলার বৈশিষ্ট্য
নিম্নোক্ত ব্যক্তিগণের মধ্যে কে ভারতের কিছু অংশ দখল করে তাঁর পূর্বপুরুষদের নামে সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন ।
ভারত ----------- এর সদস্য নয় ।
আঁধি' নামক ঝড় নিম্নলিখিত স্থানে ঘটে ।
নিচে দেওয়া বিবৃতিগুলি বিচার করুন : 1. রাজ্যসভা একটি স্থায়ী প্রতিষ্ঠান । 2. রাজ্যসভার প্রতি সদস্য সর্বোচ্চ পাঁচ বছর পদে আসীন থাকতে পারেন । 3. লোকসভা রাজ্য তালিকার বিষয়ে আইন প্রণয়ন করতে পারে । উপরের বিবৃতিগুলি কোনটি / কোনগুলি সঠিক ?
দুটি বস্তু A ও B -এর ভর যথাক্রমে m এবং 5m । একই সময় ধরে সমান বল এদের উপর প্রয়োগ করা হল । তাহলে
ভারতে 'Coastal Regulation Zones' সনাক্ত করা হয়েছে নিম্নোক্ত গুনাকের উপর ভিত্তি করে :
কোন সংবিধান সংশোধনী আইনে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে ?
গাঙ্গুবাঈ হাঙ্গল ছিলেন ------- ঘরানার শিল্পী ।
দক্ষিণ মেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম হবে
ভারতীয় সংবিধানের 109তম সংশোধনটি ---------- এর সঙ্গে সম্পর্কিত ।
কে কলকাতা 'ভারতসভা' (ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন) স্থাপন করেছিলেন ?