Welcome to your WBCS 2007 Prelims All GK Questions
কোন্ ফাইটোহরমোন সেনেসেন্সের জন্য দায়ী ?
“আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি” - কে বলেছিলেন?
ব্রম্ভসভার প্রথম সচিব কে ছিলেন ?
ভারতীয় সংবিধানের --------- নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়।
ভারতের সেচের দ্বিতীয় বৃহত্তম উৎস হ’ল
নিউট্রনের আবিষ্কর্তা হলেন
1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে কোন্ মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করেন ?
পালঘাট ফাঁকের মধ্য দিয়ে ---- বন্দর থেকে মাদ্রাজ পর্যন্ত আভ্যন্তরীণ বাণিজ্য চলে।
‘দি আরগুমেনটেটিভ ইণ্ডিয়ান’ পুস্তকটির লেখক হলেন
কোন্ সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত করেন ?
“অন্ধ্র-কবিতা-পিতামহ” উপাধি কাকে দেওয়া হয়েছিল?
নিম্নোক্ত কোন্টি মানুষের বংশগত রোগ নয় ?
নিম্নলিখিত গুলির মধ্যে কোন্টির সাথে AGMARK সম্পর্কিত ?
হিন্দুদের উপর থেকে জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন ?
সারা ভারত হরিজন সঙ্ঘ কে প্রতিষ্ঠা করেছিলেন ?
ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল ?
কোন্ সালে ভারতের উচ্চতম ন্যায়ালয় ‘পাট মোড়ক দ্রব্য আইন ’ 1987-এর বিপক্ষে সিমেন্ট, চা ও চিনি শিল্পের আনা আবেদন খারিজ করে দেন ?
হাতের সাহায্যে বস্তু তোলার সময় , হাত কি ভাবে কাজ করে ?
ভারতীয় সংবিধানের কোন্ ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত আছে ?
কোন সালে দাস-শ্রম (বিলোপ) আইন পাশ হয় ?
----- রাজ্যে রাসায়নিক সারের ব্যবহার সর্বোচ্চ ।
1878 সালের দেশীয় সংবাদপত্র আইন কে বাতিল করেন ?
ইকোলজিকাল নিক্ বলতে কি বোঝায় ?
‘মারাঠা রাজনীতির চাণক্য’ কাকে বলা হয় ?
ভারতীয় সংবিধানের জন্য গঠিত গণপরিষদের প্রথম সদস্য সংখ্যা কত ছিল ?
কোন্ চোল রাজা বাংলা জয় করেছিলেন ?
------ পারমাণবিক বিদ্যুত কেন্দ্র নয় ।
সম্মিলিত জাতিপুঞ্জে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরোধী কৌশল গৃহীত হয়েছে
অকালি আন্দোলন কবে শুরু হয় ?
সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয় ?
সিনেমা হলের পর্দা সাদা ও অমসৃণ প্রকৃতির হয়। কারণ সব বর্ণের আলোকরশ্মিকে পর্দা
বাংলার এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন ?
মারাঠা পেশোয়াদের মধ্যে কে “হিন্দু-পদ-পাদশাহী”-র আদর্শ অনুসরণ করেছিলেন ?
ভারত সভার প্রতিষ্ঠাতা কে ?
মুসলীম লীগ পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য প্রথম ডাক দিয়েছিল কোন্ সালে ?
প্রকৃতিতে গ্রীনহাউস অবস্থা সৃষ্টিতে নিম্নোক্ত কোন্টি সর্বাধিক সক্রিয় ?
নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারতের বিচার ব্যবস্থার ক্ষেত্রে সত্য ?
নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের সর্ববৃহৎ
শকাব্দ কোন্ বছর শুরু হয় ?
---------- কে ‘সূর্যোদয়’ শিল্পও বলা হয়।
সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যার মান হল
পারদের বিশেষ কোন্ গুণের জন্য এটিকে ক্লিনিকাল থার্মোমিটারে ব্যবহার করা হয় ?
মানুষে কালাজ্বর ব্যাধি নিম্নোক্ত কোন্টির কামড়ে ছড়ায় ?
বাংলার স্বাধীন সুলতানির পত্তন কে করেছিলেন ?
কে প্রথম ফ্যাক্টরি আইন (1881) প্রবর্তন করেন ?
নব্যবঙ্গ আন্দোলনের প্রেরণা কে ছিলেন ?
শেরশাহের সেনাপতি কে ছিলেন ?
আয়তনের হিসাবে ভারতের ------- জেলা বৃহত্তম ।
‘ইন দি লাইন অফ ফায়ার’ লিখেছেন ?
এম.এন.রায়ের নির্বাসনকালীন কম্যুনিস্ট পত্রিকা কোন্টি ?
------- ‘র মধ্যে উর্বর বড়ি দোয়াব অবস্থিত।
কিসের জন্য গান্ধীজী চম্পারণ আন্দোলন করেছিলেন ?
অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয় ?
দুধ হল এক প্রকার দ্রবণ যাকে বলা যায়
ওষুধের সাথে সুস্থতার যে সম্বন্ধ আছে সেইরুপ সম্বন্ধ বিশিষ্ট শব্দ দু’টি কি হবে ?
কোন্ হিন্দু সন্ত হিন্দু-মুসলমান উভয়কেই শিষ্য করেছিলেন ?
কে বলেছিলেন, “স্বরাজ আমার জন্মগত অধিকার” ?
মানুষের বংশগতি গঠনে পুরুষে বৈশিষ্ট্য হিসাবে থাকে
কোন্ সালে তিলক ‘কর দেব না’ অভিযান করেছিলেন ?
ভারতে সর্বপ্রথম স্বর্ণমুদ্রা কোন্ শাসকরা চালু করেছিলেন ?
জাস্টিস মুখার্জী কমিশন যুক্ত
মন্টেগু চেমসফোর্ড সংস্কারে সুপারিশ করা হয়েছিল
“হিন্দুস্থানের তোতাপাখি” কে ?
কোন্ সালে রাষ্ট্রসংঙেঘর উন্নয়নসূচী ‘মানব উন্নয়ন সূচক’ (HDI) -এর ধারণাটি প্রবর্তন করেন ?
কৃষি ও গ্রামোন্নয়নের জাতীয় ব্যাঙ্ক (NABARD) –সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
নিম্নোক্ত কোন্টি বহুরূপের প্রজাতি ?
ব্লকস্তরের পঞ্চায়েতীরাজ প্রতিষ্ঠানটিকে ----- বলা হয়।
মুঘল সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে কে ছিলেন “জিন্দাপীর” ?
ভারতে উৎপন্ন ফসলের ----- শতাংশ খাদ্যশস্য।
প্রকৃতিতে সব খাদ্য শঙ্খলের গোড়ায় উৎপাদক (producer) ধরনের এবং অন্তিমে বিয়োজক/বিয়োজক (decomposer) জাতীয় জীব থাকে। একটি পুষ্করিণীর মতো ইকোসিস্টেমে নিম্নোক্তদের কোন্টি উৎপাদকের স্থলাভিষিক্ত ?
সবজির রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাস
নিম্নবর্ণিত সময়কালগুলির মধ্যে কোন্ সময়ে ভারতীয় সংবিধানের জন্য গঠিত গণপরিষদ বিতর্কের মাধ্যমে ভারতীয় সংবিধান চূড়ান্ত করেন ?
“আকবরনামা” কে লিখেছিলেন ?
“কাশ্মীরের আকবর” কাকে বলা হয় ?
নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোন্টি শুধু বিজারক হিসাবে কাজ করে ?
ভারতের রাষ্ট্র-পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা নীতিগুলির সাথে --- মিল রয়েছে।
রাসায়নিকভাবে স্পেরোপোলেনিন্ একটি
ত্রয়োদশ শতকে কোন্ মুসলিম সেনাপতি বাংলা জয় করেন ?
শীতল আবহাওয়া ঋতুতে -------- র জন্য বৃষ্টিপাত হয়।
ভারতীয় পরিকল্পনাকালে নিম্নলিখিতগুলির মধ্যে কোন্টির দ্রুততম বৃদ্ধি হয়েছে ?
--------র ইচ্ছা অনু্যায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যগণ নিজ নিজ দপ্তরে বহাল থাকেন।
কোন্ ধাতব তারের মধ্যে দিয়ে কোন্ কণার প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে ?
ভারতে সবচেয়ে শিল্পোন্নত রাজ্য হল
ভারতে অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
পশ্চিমবঙ্গে ---- জেলার নারী সাক্ষরতার হার সর্বনিম্ন।
শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেছিলেন
নিম্নলিখিত সালগুলির মধ্যে কোন্ সালে ভারতের খাদ্য নিগম প্রতিষ্ঠিত হয়
ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনী গঠন কে করেছিলেন
National Capital Region-এর মূল নক্সা --- সালে অনুমোদিত হয়
ভারত ভাগের সময় ভারতে দেশীয় রাজ্য কতগুলি ছিল ?
ভারতে বৃষ্টিপাত বণ্টনের মুখ্য বৈশিষ্ট্য হল
কোন্ সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতি ছিলেন ?
কোন্ উষ্ণতায় এক ঘন সেন্টিমিটার আয়তনের বিশুদ্ধ জলের ভরকে গ্রাম বলে ?
ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া রচনা কমিটির প্রধান কে ছিলেন ?
স্টিভ আরউইন কি জন্য বিখ্যাত ছিলেন ?
মুজফ্ফরপুর খুনের (1908) সাথে কোন্ দুই বিপ্লবী জড়িত ছিলেন ?
লাহোর কংগ্রেস (1929) –এর উদ্দেশ্য ছিল
স্বরাজ্য দলের উদ্দেশ্য ছিল
আওরঙ্গজেব কোন্ শিখ গুরুকে হত্যা করেছিলেন ?
---- অভিক্ষেপে ভারতের ম্যাপ সবচেয়ে সুন্দরভাবে আঁকা যায় ।
‘জয় হিন্দ’ স্লোগান কে দিয়েছিলেন ?
সুলতালি যুগে “প্রকৃত রাজা” কে ছিলেন ?
ইলিয়ট কাকে ‘সুলতানি আমলের আকবর’ বলেছিলেন ?
কোনো বস্তুকে ভু-পৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠানো হবে, তার ওজন
নিম্নলিখিতগুলির মধ্যে কোন্টি শ্রমিক রাজ্যবীমা আইন, 1948-এর অন্তর্ভুক্ত ?
এ্যাংলো-মহামেডান কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন ?
পারচেজিং পাওয়ার প্যারিটি (পি পি পি) অনু্যায়ী ভারত হল
পশ্চিমবঙ্গ সরকার ------ সালে থেকে স্থানীয় প্রতিষ্ঠানগুলির জন্য গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করেন।
------- জলবিদ্যুৎ শক্তির সম্ভাবনা সবচেয়ে বেশী ।
ভারতে উদ্ভিদ অঞ্চলের সংখ্যা হল
কোন্ সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস দল প্রথম পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায় ?
---- এর মধ্যে ডানকান প্যাসেজ অবস্থিত।
ভারতীয় সংবিধানের কোন্ ধারা বলে পার্লামেন্টকে পরিশিষ্ট বিষয়ের উপর আইন প্রণয়ন করার অধিকার দেওয়া হয়েছে ?
গান্ধীজীর কাছে অহিংসা ছিল