Welcome to your WBCS 2006 to 2022 Prelims All Physics Questions
স্টেপ-ডাউন ট্রান্সফরমারে কী বেড়ে যায় ?
বিশুদ্ধ জল যে তাপমাত্রায় জমে যায়-
যে রশ্মি সর্বাপেক্ষা শক্তি বহনকারী তা হল (A) আল্ট্রা ভায়োলেট (অতিবেগুনি রশ্মি
একটি হিটারের তারের দৈর্ঘ্য 10% কমালে, হিটারের ক্ষমতা
আদর্শ গ্যাসের অণুর জন্য rms বেগ এবং most probable বেগের অনুপাত হল
নীচের মধ্যে কোনটি দূরত্বের একক নয় ?
তাপীয় পরিবাহিতা (k) এবং তড়িৎ পরিবাহিতা (δ) -র সাপেক্ষে হীরকের (diamond) থাকে
রেফ্রিজারেটরের বরফ ট্রে (freezing chest) উপরে রাখার কারণ হল—
0 K এ থাকা শুদ্ধ সিলিকন হল
হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি হল
একটি গাড়ি যদি অতিক্রান্ত দূরত্বের অর্ধেক সমদ্রুতি v1 এবং অপর অংশ সমদ্রুতি v2 নিয়ে যায়, তাহলে গাড়িটির গড় দ্রুতি হবে
ডিলাটোমিটার (Dilatometer) কীসের পরিমাপে ব্যবহৃত হয় ?
কোনো দোলনায় বসে থাকা লোকটি উঠে দাঁড়ালে দোলনার পর্যায়কাল
একটি ব্যাটারিতে 10টি কোষ আছে যার প্রতিটির তড়িৎচালক বল হল 1V । যদি 2টি কোষ ভুলভাবে সংযুক্ত থাকে, তাহলে ব্যাটারির তড়িৎচালক বল হবে
একটি লেন্সের ক্ষমতা +2.0D । লেন্সটির ফোকাস দৈর্ঘ্য এবং প্রকৃতি হল
স্প্রিং ধ্রুবক k-র একটি স্প্রিংকে সমান দু' টুকরো করলে, প্রতিটি টুকরোর স্প্রিং ধ্রুবক হবে
একটি ভারী বস্তু ও একটি হালকা বস্তুর একই গতিশক্তি আছে । তাহলে
সৌরচুল্লী কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে ?
মোটর বোট চলার সময় উদ্ভূত তরঙ্গগুলি হয়
শব্দের গতিবেগ সর্বাধিক কোথায় ?
পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় —
স্যার সি. ভি. রমন Nobel পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্য ?
গ্রাফাইট, কার্বন এবং হীরা হল
শোষক কাগজ দ্বারা কালি শোষণের কারণ হল
নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশিটি হল—:
শব্দদূষণ হয়, শব্দের (গোলমাল) মাত্রা যদি বেশি হয়
'বিউটি পার্লারে' চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয়
তারাদের ঝিকিমিকি করার কারণ হল
ঘরের উপরের দিকে ভেন্টিলেটর থাকে
তোমার বন্ধুর কণ্ঠস্বর চেনা যায় তার
কোন চলন্ত বিমান থেকে একটি স্থানে বোমা ফেলা হল । বিমান চালক দেখবে যে
দুটি গাড়ি, উচ্চগতিতে একে অপরকে অতিক্রম করছে । তাদের পাশাপাশি চলার বিপদ -এর কারণ
একটি সুতায় বাঁধা পাথর বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে হঠাৎ ছিঁড়ে গেলে
সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমান
একটি বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় কোনো তরলে ভাসে । বস্তু ও তরলটিকে ঐ অবস্থায় চাঁদে নিয়ে গেলে বস্তুটি
নিকট দৃষ্টি সম্পন্ন ত্রুটি ঠিক করা যাবে
কোন গৃহে তড়িৎচালিত যন্ত্রপাতি পরস্পরের সহিত যুক্ত করা হয় ?
পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে যে পদার্থ ব্যবহার করা হয় তা হলো —
একটি বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, যখন —
জলের মধ্যে একটি দাড়ি কামানোর বুরুশ ডোবানো আছে । বুরুশটি জলের বাইরে নিয়ে এলে দেখা যায় এর চুলগুলি পরস্পরের কাছে চলে এসেছে, কারণ —
একটি বস্তুর উপর বিপরীতমুখী এবং অসমরৈখিক দু'টি অসমান বল প্রয়োগ করা হলো । এর ফলে বস্তুটির —
'লাল' বিপদ সংকেত হিসেবে ব্যবহার করার কারণ —
জলে ভাসমান বিশুদ্ধ বরফের টুকরোর নিমজ্জিত অংশের পরিমাণ —
ওজোন স্তরের ক্ষয়ের জন্য নীচের কোনটি দায়ী ?
তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো অর্ধপরিবাহীর রোধ —
সমতল দর্পণের প্রতিবিম্ব হয় —
কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছেয় ?
নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয় ?
নিম্নলিখিত কোন ধর্মের জন্য জল কৈশিক নল বেয়ে উঠে যায় ?
কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ এক হয় ?
‘হাইড্রলিক প্রেস’ যন্ত্রের কার্যনীতির সাথে যুক্ত
সৌর চুল্লির কার্যনীতি নীচের কোনটির সাথে এক ?
সাধারণত গার্হস্থ্য বৈদ্যুতিক তারের সংযোগ নিচের কোনটি ?
বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ কেমন ?
নিচের কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক ?
‘কম্পাউন্ড মাইক্রোস্কোপ’ এর ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সত্য ?
বায়ুমণ্ডলে কোন বিরলতম গ্যাসটি সর্বাধিক পরিমাণে থাকে ?
অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কী ?
নিম্নলিখিত যৌগটি তৈরী করা আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের একটি যুগান্তকারী কাজ
একটি বরফের ঘনক একটি বড় বিকারের জলের মধ্যে ভাসানো আছে । বরফের ঘনকটিতে একটি বড় বায়ুর বুদবুদ আছে । যখন বরফটি সম্পূর্ণ গলে যাবে, তখন বিকারের জলের তলের কী পরিবর্তন হবে
একই গতিশক্তি সম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ ?
কোন রাশির একক ডাইন-সেকেন্ড ?
বার্নার দিয়ে ফ্লাস্কের জল ফুটানো হচ্ছে । কী করলে জলের স্ফুটনাঙ্ক কমে যাবে ?
বাহ্যিক চৌম্বকক্ষেত্রের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্ত রাখতে ব্যবহৃত হয়
এদের কোনটি দৈর্ঘ্যের একক নয় ?
ধনাত্মক আধানে আহিত একটি পরিবাহীকে ভূসংলগ্ন করা হলে—
পরমশূন্য তাপমাত্রা হল সেই তাপমাত্রা যেখানে—
গ্লিসারলে নিমজ্জিত একটি স্বচ্ছ কাচখন্ড পৃথকভাবে দৃশ্যমান হয় না কারণ গ্লিসারলের প্রতিসরাঙ্ক কাচের প্রতিসরাঙ্কের তুলনায়—
টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় ?
কোন তলটি তাপের উত্তম শোষক ?
একটি বস্তু অনুভূমিক তলে সমদ্রুতিতে গমন করে । তবে বস্তুটির চলার সময় নিচের কোন রাশিটি থাকবে না ?
একটি স্কেলার রাশির উদাহরণ
একটি আবদ্ধ পাত্রে কোনো আদর্শ গ্যাসের আয়তন দ্বিগুণ এবং তাপমাত্রাও (°K) দ্বিগুণ করা হলে ওই গ্যাসের চাপ —
নিউক্লীয় চুল্লিতে সংঘটিত সংশ্লিষ্ট নিউক্লীয় বিক্রিয়া হল—
একটি উত্তল লেন্সে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হল —
নীচের কোনটি ভৌত পরিবর্তন নয়
দুটি বস্তু A ও B -এর ভর যথাক্রমে m এবং 5m । একই সময় ধরে সমান বল এদের উপর প্রয়োগ করা হল । তাহলে
নীচের উক্তিগুলি বিবেচনা করুন : 1. নিউটনের প্রথম গতিসুত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় 2. নিউটনের দ্বিতীয় গতিসুত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় 3. বাড়িতে বৈদুতিক সরঞ্জামগুলি শ্রেণী সমবায়ে যুক্ত থেকে 4. টেলিভিসনের পিকচার টিউব মূলত একটি ক্যাথোড রশ্মি নল
কোন বস্তু থেকে তাপ বিকিরণের হার সর্বোচ্চ হয় যদি তার তলটি হয়
একটি সুতির কাপড়ের এক প্রান্তে একটি গ্লাসের জলে নিমজ্জিত থাকলে কাপড়টি ভিজে যায় । এর কারণ
তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
বৃষ্টির পরে ভিজে রাস্তায় বেশী গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধা জনক হয়ে পড়ে কারণ
কোন বস্তুর ওজন সর্বাধিক হবে
পারমাণবিক চুল্লীতে সংঘটিত বিক্রিয়া হল
তেজস্ক্রিয় ভাঙ্গনের সময় যে তড়িৎ চুম্বকিয় তরঙ্গ বিকিরিত হয় তা হল
সঙ্গীত অনুষ্ঠানের জন্য তৈরী হল ঘরের দেওয়ালে শব্দ
বায়ুমন্ডলে এই যৌগটি বেশী মাত্রায় থাকলে গ্রীন হাউস এফেক্ট হয়
একটি নলের দুটি মুখ বায়ুনিরুদ্ধভাবে বন্ধ করা হল।আবদ্ধ বাতাসের চাপ
গ্রীনহাউস গ্যাস নীচের কোন্ বিকিরণের তাপ শোষণ করে ?
আলোকরশ্মির প্রাথমিক রঙগুলি
পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ওজন 10 kg. হলে পৃথিবীর কেন্দ্রে ওজন হবে
নীচের কোন্টি তড়িৎ-চুম্বকীয় তরঙ্গ নয় ?
নিউট্রনের আবিষ্কর্তা হলেন
হাতের সাহায্যে বস্তু তোলার সময় , হাত কি ভাবে কাজ করে ?
কোন্ ধাতব তারের মধ্যে দিয়ে কোন্ কণার প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে ?
সিনেমা হলের পর্দা সাদা ও অমসৃণ প্রকৃতির হয়। কারণ সব বর্ণের আলোকরশ্মিকে পর্দা
পারদের বিশেষ কোন্ গুণের জন্য এটিকে ক্লিনিকাল থার্মোমিটারে ব্যবহার করা হয় ?
সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যার মান হল
কোন্ উষ্ণতায় এক ঘন সেন্টিমিটার আয়তনের বিশুদ্ধ জলের ভরকে গ্রাম বলে ?
কোনো বস্তুকে ভু-পৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠানো হবে, তার ওজন