Welcome to your WBCS 2006 to 2022 Prelims All Geography Questions
লোকটাক হ্রদটি কোন রাজ্যে অবস্থিত?
পশ্চিমবঙ্গের কয়টি জেলা আছে?
পূর্বঘাট পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয়েছে যেখানে—
'লরিঙ্গা' ম্যানগ্রোভ কোথায় অবস্থিত ?
মেত্তুর বাঁধ নির্মিত হয়েছে ___ নদীর উপর
কোন রাজ্যটি 'Molassis basin' নামে পরিচিত?
নিম্নলিখিত কোনটি সঠিক রূপে প্রযোজ্য নয় ?
নিম্নের কোন বাঁধটি সেচের জন্য তৈরি হয়নি?
অলকানন্দা ও ভাগীরথী নদী দুটি মিলিত হয়েছে
সারিস্কা ব্যাঘ্র অভয়ারণ্যটি যেখানে অবস্থিত
কাঁসাই ও কোলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম
নিম্নে উল্লিখিত কোনগুলি গঙ্গার ডান তীরের উপনদী?
হিমালয় বেশ কয়েকটি সমান্তরাল (ভাঁজযুক্ত) পর্বতশ্রেণি নিয়ে গঠিত। এর মধ্যে কোন পর্বতশ্রেণিটি প্রাচীনতম ?
কুমারী নদীটি কোন নদীর উপনদী?
নিম্নলিখিত কোন স্থান থেকে প্রাচীন হোমো স্যাপিয়েন্সের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে ?
কেরালার ‘পীট' মৃত্তিকা কী নামে পরিচিত?
‘র্যাডক্লিফ লাইন’ যে দুটি দেশের সীমানা নির্দেশ করছে—
তিস্তা নদীর পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গে কী বলে?
আন্দামান দ্বীপপুঞ্জ থেকে নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে
নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে দুলহস্তি জলবিদ্যুৎ শক্তি উৎপাদন প্রকল্প স্থাপিত হয়েছে?
নোটুবুরু লৌহ আকরিক খনিটি অবস্থিত—
নিম্নলিখিত কোনটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ ?
ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভূর হল একপ্রকার
পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে
ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করছে
ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয় ?
স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নীচের কোন জেলাটি ছিল না ?
ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন
কোলেরু হ্রদ কোথায় অবস্থিত ?
নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয় ?
নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে
জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত ?
তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত —
নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি ?
সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য 'World Heritage Site' নামে নথিভূক্ত করা হয়েছে
ধনেখালি কী জন্য বিখ্যাত ?
রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত ?
নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায় ?
পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্লান্টটি এইখানে অবস্থিত :
ভূতত্ত্ববিদগণের মতে কোশী নদীর গতিপথ পরিবর্তনের ফল
মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে
জাতীয় সড়ক বনগাঁর সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপন করেছে -—
ছোটোনাগপুর মালভূমি গঠিত প্রধানত
ভারতের —— রাজ্যে সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় ও সর্বাধিক সঞ্চিত ।
আগ্রা দিয়ে কলকাতা-মুম্বই জাতীয় সড়ক এই নামে পরিচিত :
পূর্ব রেলপথের সদর দপ্তর —— -এ অবস্থিত
সিকিম ভারতের full-fledged রাজ্য ঘোষিত হয়
ভারতের উচ্চতম শৃঙ্গ K2 এই নামেও পরিচিত :
রোহিলখণ্ড অঞ্চলটি এখানে অবস্থিত ।
নিম্নলিখিত কোন দেশ থেকে ভারতে সর্বাধিক পরিমাণ সোনা আমদানি করা হয় ?
গড়ে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ —– % ।
গঙ্গা নদীর সক্রিয় ব-দ্বীপ ভারতে এই স্থানে রয়েছে
ভারত ও মায়্নামারের মধ্যে —— পর্বতশ্রেণি অবস্থিত
পশ্চিমবঙ্গের 'Dry Port’ -এর অবস্থান হল
আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ
'ডলফিন নোজ' গুরুত্বপূর্ণ বিশাখাপত্তনম বন্দরে
ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি
ভারতে কার্স্ট ভূমিরূপ গঠিত হয়েছে
নিউ দিল্লিতে ‘Ring Road’ -এর গুরুত্ব :
পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয়
ডোগরা জাতির মানুষেরা প্রধানত এই স্থানে বসবাস করে :
ভারতের কোন রাজ্যে বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ করে ?
জনসংখ্যার হিসাবে পৃথিবীতে ভারত দ্বিতীয় স্থানে, কিন্তু আয়তনের হিসাবে ভারতের স্থান —
ভারতের কোন রাজ্যে বায়ুপ্রবাহ শক্তির বৃহত্তম সরঞ্জাম সংস্থাপিত হয়েছে ?
দ্রাঘিমা হিসেবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি হলো—
ভারতের সবুজ বিপ্লবের ফলে নিম্নলিখিত কোন শস্য উৎপাদন হারে সর্বাধিক বৃদ্ধি পায় ?
ভারতে সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় যেখানে, সেটি হলো —
পশ্চিমবঙ্গের ব-দ্বীপ অঞ্চলে নিম্নলিখিত কোনটি আহরণ / খনন করা হয় না ?
নিম্নলিখিতগুলির মধ্যে কোন বন্দরে স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে ?
কৃষি উৎপাদনের মূল্য হিসেবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য ফসল হলেো —
সাধারণত গ্রীষ্মকালীন মৌসুমিবায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায় —
ছত্তিশগড় রাজ্যের ভিলাই যে শিল্প কারখানার জন্য বিখ্যাত সেটি হল —
ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালা বেশ গুরুত্বপূর্ণ । এখানে 'ঘাট' কথাটির অর্থ হলো —
পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মধ্যে খরা প্রত্যক্ষ হবার কারণ হলো —
ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে —
পশ্চিমবঙ্গে 'রাঢ়' হল একটি ভূ-প্রাকৃতিক অঞ্চল, যার অংশবিশেষ দেখা যায় যে জেলায় সেটি হলো —
নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না ?
নব গঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম হলো
পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসেবে ভারতের ভাগ হলো —
ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কী ছিল ?
নীচের কোন বিদেশী পরিকল্পনাকে অনুসরণ করে DVC পরিকল্পনা করা হয়েছিল ?
ভারতের মধ্যে নীচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন ?
পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কি ?
নাগাল্যান্ডের পাহাড়গুলি দ্রুত অনুর্বর হয়ে পড়েছে, কারণ —
ট্রোপোপোজ (Tropopause) হল —
সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত ?
পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয় ?
পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিমি ?
ভারতবর্ষের সর্বাধিক পতিত জমি রয়েছে —
আদমসুমারি 2011 অনুযায়ী নীচের কোন রাজ্যটিতে জনঘনত্ব সর্বনিম্ন ?
কোন পর্বতশ্রেণির ভিন্ন ঢালে (দুই দিকের) স্বাভাবিক উদ্ভিদের বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় ?
অমরকন্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে এবং প্রবাহিত হয়েছে ভিন্ন দিকে (পশ্চিম এবং পূর্ব) নদী দুটি হল —
পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে ?
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নীচের কোন পর্বতশ্রেণির অন্তর্ভুক্ত ?
শিলং মালভূমি 'মেঘালয়' নামে পরিচিত । কোন ব্যক্তি এই নামকরণ করেছিলেন ?
পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় ?
এক ব্যক্তি ভারতের উপর দিয়ে আকাশপথে যাওয়ার সময় স্বাভাবিক উদ্ভিদের নিম্নলিখিত ক্রম লক্ষ্য করল— চিরহরিৎ অরণ্য, সাভানা, শুষ্ক পর্ণমোচী, পর্ণমোচী । তার উড়ানপথ হবে—
নীচের কোনটি রাজ্যটিতে ঋণাত্মক জনসংখ্যার বৃদ্ধি হয়েছে ?
নীচের কোনটি পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট পর্বতের মিলন বিন্দু ?
নীচের কোন স্থানটি জেরোফাইট (Xerophytic) উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ ?
ভারতের যেখানে জোয়ার শক্তি (Tidal Power) উৎপাদনের সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে —
আদমসুমারি 2011 অনুযায়ী সর্বাধিক নগরায়ন যে রাজ্যটিতে —
পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হল
ভারতে নতুন কৃষি পদ্ধতির সূচনার দশকটি হল
পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে
শুষ্ক কৃষি (Dry Farming) সম্ভব হয় যদি
কলকাতা এবং লণ্ডনের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে
দাক্ষিণাত্য জলদ্বারা পরিবেষ্টিত
2011 Census অনুযায়ী বৃহত্তম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হল
পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ
ভারতবর্ষের তৈল শোধনাগার বেশীর ভাগই
পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল থেকে কোন বস্তুকে মেরু অঞ্চলে নিয়ে গেলে বস্তুটির
তামিলনাড়ু রাজ্যে একাধিক বন্দর থাকবার কারণ
Satellite তথ্য সংগ্রহ করে
যে কৃষ্ণলাভা মৃত্তিকায় সর্বাধিক উন্নত তুলা চাষ হয় তা হল
Plate Tectonics তত্ত্ব ব্যাখ্যা করে -
ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দ্যেশ ছিল
টপোগ্রাফিক মানচিত্র নির্মাতা Survey of India -র প্রধান অফিস হল
পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিতি কোথায় ?
বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে ?
কয়লাখনি দুর্ঘটনার কারণ হল
শ্চিমবঙ্গের সর্বাধিক উন্নতমানের কয়লা হল
ভারতীয় সময় (IST) গণনা করা হয়
2001 Census এ মধ্যপ্রদেশ রাজ্যকে দ্বিখন্ডিত করে সৃষ্টি হয়েছে
কোন স্থানকে নগর / শহর বলা হয় তখনই যদি থাকে
কয়লা, খনিজ তৈল এবং প্রাকৃতিক গ্যাস হল
কোন রাজ্যে ভারতের হীরার খনিগুলি অবস্থিত ?
ভারতের কোন তটীয় রাজ্যে মৃত্তিকাক্ষয় অত্যন্ত আশঙ্কাজনক/উদ্বেগপূর্ণ ?
জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত ?
ভারতের অভ্র উৎপাদনের প্রধান খনিগুলি কোথায় অবস্থিত ?
‘থিয়্সফিক্যল সোসাইটি’ র কেন্দ্রীয় কার্যালয় ভারতে কোথায় অবস্থিত ছিল ?
তামিলনাড়ুর উত্তর উপকূলে অক্টোবর–নভেম্বর মাসে প্রচুর বৃষ্টির কারণ কী ?
তুতিকোরিন নামক গুরুত্বপূর্ণ মৎস্য বন্দরটি কোন উপকূলে অবস্থিত ?
পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্তের দূরত্ব কত কিলোমিটার ?
নিচের নদীগুলির মধ্যে কোনটি গঙ্গার উপনদী নয় ?
দামোদর নদীর উৎপত্তি কোথায় ?
পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি আছে ?
পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে নিচের কোনটি লিঙ্গ অনুপাতের (2011) নিম্নক্রমে সাজানো রয়েছে ?
বোকারো ইস্পাত কারখানা কোন দেশের যৌথ উদ্যোগে স্থাপিত ?
হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কী নামে পরিচিত ?
পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে নিচের কোনটি আয়তনের (2011) নিম্নক্রম অনুসারে সাজানো রয়েছে ?
পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি ?
ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
নিচের কোন তথ্য জোড়া সঠিকভাবে ম্যাচিং নয় ?
’টোপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া’ কারা তৈরি করে ?
কোন নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র অবস্থিত ?
ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত ?
কুয়ালালামপুর থেকে কোথায় যাওয়ার পথে MH-370 বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ?
গুরুত্ব অনুসারে নিচের কোন উপাদানগুলির সহজলভ্যতা ভারতে লৌহ ও ইস্পাত শিল্পের অবস্থান নির্ণয়ে প্রভাবিত করেছে ?
পৃথিবীর মানচিত্রে সমান বিনতি কোণ বিশিষ্ট স্থানগুলি যোগ করে যদি রেখা টানা হয় তাহলে সেই রেখাগুলিকে বলা হয়
পশ্চিমবঙ্গে বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায়
বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রাধান্য হয়
ভারতের ধান উত্পাদনের —— হয় পশ্চিমবঙ্গে ।
ধারওয়ার যুগের গ্রানাইট ও নীস পাওয়া যায়
'সবুজ বিপ্লব' প্রথমে কোথায় ঘটেছিল ?
ভারতের প্রতি বছর —— mmt পেট্রোলিয়াম পরিশুদ্ধ হয় ।
ভারতবর্ষ কোন সংস্থার 'পূর্ণ' সদস্য ?
'স্যার ক্রিক' সংক্রান্ত বিবাদ যে দেশগুলির মধ্যে
গণ্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত ?
পাট চাষের প্রধান ক্ষেত্র হল
বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে ?
নর্মদা নদীর উত্পত্তি কোথায় ?
কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত ?
পূর্ব ও পশ্চিম ঘাটের সংযোগস্থল হল
লেকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
প্রখ্যাত একটি পাখিরালয়ের নাম
এপ্রিল মাসে কোথায় ঝড়বৃষ্টির আশঙ্কা খুব বেশী ?
বিতর্কিত বেদান্ত অ্যাlলুমিনিয়াম প্রকল্প কোথায় অবস্থিত ?
পৃথিবীপৃষ্ঠে যতটা অংশে জীবন বিরাজ করে তা হল
ভারতে মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক
ক্ষেত্র হিসাবে ভারতের স্থান পৃথিবীর মধ্যে
উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি ?
পশ্চিমবাংলার দার্জিলিং জেলায় টেম্পারেট জঙ্গল কত উচ্চতায় পাওয়া যায় ?
পশ্চিমবাংলায় শিক্ষার হার কত ?
ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বাস করে ?
ভারতের কোন রাজ্যে আখের উত্পাদন সর্বাধিক ?
ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উত্পন্ন হয় ?
ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক ?
ভারতের কোন রাজ্যে ব্যাঘ্র প্রকল্প আছে যেটি বিশ্ব ঐতিহ্যস্থান
ভারতের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উত্পাদন হয় ?
ভারতের 1991-2001 সালের বার্ষিক জনবৃদ্ধির হার হচ্ছে -
'তিন বিঘা করিডর' যোগ করেছে —
উচ্চ জন্মহার নিম্নোক্ত কোন বিষয়টির সঙ্গে সম্পর্ক যুক্ত ?
পূর্ব কলকাতা জলাভূমিকে নিম্নলিখিত নামে অভিহিত করা হয়েছে —
2001 -এর সেন্সাস অনুযায়ী ভারতে সর্বনিম্ন শিক্ষার হার পাওয়া যায় নিম্নলিখিত রাজ্যে—
পীরপাঞ্জাল গিরি শ্রেণি হিমালয়ের নিম্নলিখিত অংশে অবস্থিত—
পশ্চিমবঙ্গে শাল গাছ পাওয়া যায় —
দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা নিম্নলিখিত প্রকল্পের অনুকরণে পরিকল্পিত হয়—
2001 -এর সেন্সাস অনুযায়ী ভারতের লিঙ্গানুপাত হচ্ছে—
সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য 'World Heritage Site' নামে নথিভুক্ত করা হয়েছে—
নর্মদা নদী প্রবাহিত হয় নিম্নলিখিত উপত্যকা দিয়ে—
মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে বলে—
ভারত ও বাংলাদেশের মধ্যে 'গঙ্গাজল চুক্তি' সম্পাদিত হয়েছিল কোন সালে ?
বর্তমানে ভারতে গড় আয়ু কত ?
ভারতের কোন রাজ্যে নারী-পুরুষের আনুপাতিক হার নারীদের প্রতিকূলে আছে ?
পশ্চিমবঙ্গের নারী-শিক্ষার হার 2001 -এর সেন্সাস অনুযায়ী হচ্ছে—
গঙ্গানদী বঙ্গোপসাগরে নিম্নলিখিত ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়—
প্রশান্ত মহাসাগরের 'এল নিনো' ভারতের—
সিন্ধু নদের উত্পত্তিস্থল হচ্ছে—
পশ্চিমঘাটের পশ্চিম দিক নিম্নলিখিত ভূখন্ড দ্বারা গঠিত—
কোন মোগল সম্রাট আগ্রা থেকে দিল্লীতে রাজধানী স্থানান্তরিত করেন ?
বঙ্গদেশের ব-দ্বীপের দক্ষিণ-পূর্বদিকে নিম্নলিখিত চলন পরিলক্ষিত হয়েছে—
'Bauxite' নিম্নলিখিত দ্রব্য উত্পন্ন হয়—
'Global Positioning System (GPS)' দিয়ে পরিমাপ করা হয়—
'বাউন্ডারী কমিশনের' প্রধান হিসাবে কোন ব্যক্তি ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করেছিলেন ?
কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণাকেন্দ্রের নাম —
নর্মদা নদী নিম্নলিখিত কোন প্রাকৃতিক ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয় ?
পশ্চিমবঙ্গে চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল হল—
লাদাক অঞ্চলে কোন হিমালীয় শহরে মেঘ ফেটে আকস্মিক বন্যা ও বৃষ্টি হয় ?
পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত—
পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রবাহের ফলে যা আসে—
সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করেন মূলত—
ম্যাকমোহন সীমান্তরেখা নিম্নলিখিত কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে ?
ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত ?
নিম্নে উল্লিখিত ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয় ?
নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য আকবর জয় করতে পারেন নি ?
ফরাক্কা বাঁধ নির্মিত হয়েছে এই উদ্দেশ্যে—
নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলাচাষের উপযোগী ?
ভারতীয় টাকায় যে সিংহমূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল ?
নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে NEFA নামে পরিচিত ছিল ?
নিম্নোক্ত যৌগ উত্পাদনের মাধ্যমে আন্টার্কটিকার ওজন ক্ষয়িত হচ্ছে :
নিম্নে উল্লেখিত রাজ্যগুলির মধ্যে কোনটি শিল্পে সর্বাপেক্ষা উন্নত ?
ভারতে সেচের দ্বিতীয় বৃহত্তম উত্স হল—
'ডানকান প্রণালী' নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত ?
ভারতে কোনো পৌরবসতির জনসংখ্যা এক লক্ষ অতিক্রম করলে তাকে বলা হয়—
বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় নিম্নলিখিত মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়—
নিম্নে উল্লিখিত জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে কোনটির উত্পাদন ক্ষমতা (মেগাওয়াট) সবচেয়ে বেশি ?
কোন লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্রকে 'ভারতের রূঢ়' বলা হয় ?
পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল এই নামে পরিচিত—
ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র 'দক্ষিণ গঙ্গোত্রী' কোথায় অবস্থিত ?
কোনো স্থানের অক্ষাংশ বলতে আমরা বুঝি ওই স্থানের কৌণিক দুরত্ব
বর্গাদার প্রথা প্রথমে প্রয়োগ করা হয়
লাক্ষাদ্বীপ কী দ্বারা গঠিত ?
মাজুলী দ্বীপ কোথায় অবস্থিত ?
ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র কি ?
কোন রাস্তাটিকে NH2 বলা হয় ?
পুরুলিয়া জেলার আদ্রা কেন বিখ্যাত ?
দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লাখনি কোন্টি ?
নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর অবধি গঙ্গা নদীর নাম কি ?
কোন্ নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত ?
পশ্চিমবঙ্গে রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল কোথায় কার্যকরী হয়েছে ?
বরাকর কোন নদীর প্রধান শাখা ?
পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় ?
ল্যাটেরিটিক মৃত্তিকা কোথায় পাওয়া যায় ?
হ্যারিকেন ক্যাটরিনায় ক্ষতিগ্রস্ত হয়
সিঙ্কোনা চাষ প্রধানতঃ কোথায় হয় ?
কাটিয়াওয়ার উপসাগর কোন্ প্রাকৃতিক অংশ ?
পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত ?
বিশ্ব জুড়ে যোগাযোগের জন্য নুন্যতম সংখ্যক কৃত্রিম উপগ্রহ প্রয়োজন
লাটুরের ভূমিকম্প হয়েছিল নিম্নোক্ত কারণে
গঙ্গানদী সমুদ্রে প্রবাহিত হয়
সুনামির উৎপত্তি নিম্নলিখিত কারণে
পাশ্চিমবঙ্গে 2001 সেনসাস অনুযায়ী , সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার পাওয়া যায়
নাগার্জুনাসার বহুমুখী প্রকল্পের বাঁধ নিম্নলিখিত নদীর উপর অবস্থিত :
টোডা উপজাতি দেখতে পাওয়া যায়
ভারতে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায়
ভারতের বায়লদিলা পর্বত বিখ্যাত উৎপাদনের জন্য :
ভাকরা নাঙ্গাল জলাধার নিম্নোক্ত নদীর উপরে অবস্থিত :
পশ্চিমবঙ্গের সুন্দরবনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ' নামে নিমোক্ত সালে ঘোষনা করা হয়েছে ?
মধ্যপ্রদেশে উৎপন্ন 'বক্সাইট' ব্যবহৃত হয়
আঁধি' নামক ঝড় নিম্নলিখিত স্থানে ঘটে ।
দক্ষিণ মেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম হবে
ভারতে 'Coastal Regulation Zones' সনাক্ত করা হয়েছে নিম্নোক্ত গুনাকের উপর ভিত্তি করে :
1960 সালে সরকারি মালিকানায় প্রথম ভারী বৈদুতিক সরঞ্জাম তৈরীর কারখানা কোথায় স্থাপিত হয় ?
ভারতে তুলা চাষের পক্ষে সবচেয়ে উপযোগী অঞ্চল
নিম্নলিখিত কাঁচা মালগুলির মধ্যে কোনটি ভারতে কাগজ তৈরীর ক্ষেত্রে ব্যাপক ভাবে ব্যবহৃত হয় ?
1960 সালে সরকারি মালিকানায় প্রথম ভারী বৈদুতিক সরঞ্জাম তৈরীর কারখানা কোথায় স্থাপিত হয় ?
নিম্নলিখিত কাঁচা মালগুলির মধ্যে কোনটি ভারতে কাগজ তৈরীর ক্ষেত্রে ব্যাপক ভাবে ব্যবহৃত হয় ?
ভারতে তুলা চাষের পক্ষে সবচেয়ে উপযোগী অঞ্চল
নিম্নলিখিত বক্তব্যের মধ্যে কোনটি সঠিক নয় ?
নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয় নি ?
ভারতবর্ষের এই অঞ্চলটি জীব বৈচিত্রের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ
ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশী সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে ?
কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে ?
উত্তর-পূর্বাঞ্চলে ভারত ও চীনের সীমান্ত রেখাকে বলা হয়
জনসংখ্যার বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্যটি হল
ছোটনাগপুরের মালভূমি এই শিলায় গঠিত
পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল
ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে এই উদ্দেশ্যে
বছরের কোন সময় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবাহ হয় ?
নিম্নলিখিত এলাকা গুলির মধ্যে কোথায় ভারতের মোট চা উৎপাদনের তিন-চতুর্থাংশ উৎপন্ন হয় ?
পশ্চিম উপকুলের কোন বন্দরে কৃত্রিম পোতাশ্রয় আছে ?
নিম্নলিখিত জলবিদ্যুত প্রকল্পগুলির মধ্যে কোনটির বিদ্যুত উৎপাদন ক্ষমতা সব চেয়েবেশী ( M.W.) ?
নিম্নলিখিত রাজ্য গুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমন্ডল উপকূল নামে পরিচিত ?
ছত্তিশগড় রাজ্যটি 1লা নভেম্বর 2000 সালে গঠিত হয়েছে । এটি কোন রাজ্যের অংশ থেকে নেওয়া হয়েছিল ?
ভারতে স্থায়ী গবেষণাকেন্দ্র 'দক্ষিণ গঙ্গোত্রী ' কোথায় অবস্থিত ?
ভারতে কার্পাস চাষ সবথেকে ভাল হয়
পশিচমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হল
রাউরকেল্লা ও দূর্গাপুরের লৌহ ও ইস্পাত কারখানা পরিকল্পিত হয় ভারতের
নর্মদা নদী প্রবাহিত হয় নিম্নলিখিত স্থানের মধ্যে দিয়েঃ
সুন্দরবনকে ‘World Heritage Site ‘ আখ্যা দেওয়ার কারণ হল
ডিসেম্বর 2004- এর যে সুনামী ভারতের কিছু কিছু অঞ্চল ধ্বংস করেছে তার উৎপত্তির কারণ হল
সারাবতী জলবিদ্যুৎ প্রকল্প নিম্নলিখিত রাজ্যে অবস্থিতঃ
নিম্নলিখিতগুলির মধ্যে কোন্টি উত্তেজনাবর্ধক নয় ?
বালিয়াড়ি নিম্নলিখিত অঞ্চলের প্রধান ভূমিরূপ
পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়
কলকাতা মেট্রোপলিটন অঞ্চলকে বলা যায়
পালঘাট ফাঁকের মধ্য দিয়ে ---- বন্দর থেকে মাদ্রাজ পর্যন্ত আভ্যন্তরীণ বাণিজ্য চলে।
ভারতের সেচের দ্বিতীয় বৃহত্তম উৎস হ’ল
আয়তনের হিসাবে ভারতের ------- জেলা বৃহত্তম ।
------- ‘র মধ্যে উর্বর বড়ি দোয়াব অবস্থিত।
------ পারমাণবিক বিদ্যুত কেন্দ্র নয় ।
ভারতে সবচেয়ে শিল্পোন্নত রাজ্য হল
ভারতে অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
শীতল আবহাওয়া ঋতুতে -------- র জন্য বৃষ্টিপাত হয়।
------- জলবিদ্যুৎ শক্তির সম্ভাবনা সবচেয়ে বেশী ।
পশ্চিমবঙ্গে ---- জেলার নারী সাক্ষরতার হার সর্বনিম্ন।
---- এর মধ্যে ডানকান প্যাসেজ অবস্থিত।
ভারতে বৃষ্টিপাত বণ্টনের মুখ্য বৈশিষ্ট্য হল
ভারতের সেচের দ্বিতীয় বৃহত্তম উৎস হ’ল