Welcome to your WBCS 2006 to 2022 Prelims All Chemistry Questions
হিমায়নযন্ত্রে (রেফ্রিজারেটর) নিম্নলিখিত কোনটি থাকে?
প্রত্নতাত্ত্বিক উপাদানের বয়স নির্ণয় করতে কোন আইসোটোপ ব্যবহার করা হয়?
ব্রোঞ্জ কোন কোন ধাতুর সংকর ?
হিমোগ্লোবিনে কোন ধাতু আছে?
‘LPG’-তে কোন উপাদান সবচেয়ে বেশি পরিমাণে থাকে?
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির একক 'কুরি' ?
হার্ট-পেসমেকারে কোন তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করা হয়?
O এর সমসংখ্যক ইলেকট্রন আছে যে আয়নটিতে তা হল
ধাতব পাত জোড়ার জন্য ব্যবহৃত সল্ডার কীসের সংকর ?
পিঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করার কারণ একটি রাসায়নিক, যাতে থাকে
পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল বিশুদ্ধ করে, কারণ এটি
পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে হয়
নীচের কোনটি সিমেন্টের মূল উপাদান ?
দাঁতের ক্ষয়রোধের জন্য আমাদের নিয়মিত দাঁত মাজার উপদেশ দেয়া হয় । যে মাজন ব্যবহার করা হয় তার মৌলিক প্রকৃতি হল
'বায়োগ্যাসের' উপাদানগুলি
নীচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে ?
বিশুদ্ধ জলে লবণ মেশালে এর স্ফুটনাঙ্ক
ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া হল
কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয় ?
প্লাস্টিক শিল্পে ব্যবহৃত 'PVC' কথাটি হল
নিম্নলিখিত কোন প্রক্রিয়া দ্বারা সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয় ?
RBr -কে RMgBr -এ রূপান্তর করতে লাগবে —
দ্রুততম SN1 বিক্রিয়া হবে —
সবচেয়ে শক্তিশালী electropositive মৌলটি হল —
CH3 ≡ CCH -কে CH3CH=CH2 -এ রূপান্তর করতে লাগবে —
প্লাস্টিক শিল্পে ব্যবহৃত PVC শব্দটির অর্থ
উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয় ?
নিচের কোনটি 'লাফিং গ্যাস' নামে পরিচিত ?
MG2+ -এর সমসংখ্যক ইলেকট্রন আছে যে আয়নটিতে তা হল
রাসায়নিক ভাবে অ্যাসপিরিন হল
NaOH –এর 0.5M দ্রবণের 100 ml. তৈরী করতে NaOH –এর কত গ্রাম দরকার হবে ? (পারমাণবিক ওজন : Na = 23, O = 16, H = 1 )
কাঁচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটিকে কাঁচের পাত্রে রাখা যায় না – সেটি হল
সবচেয়ে নমনীয় ধাতু নিচের কোনটি ?
ধোলাই করার সোডা কোনটির চলতি নাম ?
বাড়িতে ব্যবহৃত মিউরিয়েটিক অ্যাসিড নিম্নলিখিত দ্রব্য থেকে লঘুকৃত
পানীয় জলে কার উপস্থিতি কাম্য ?
বাড়ির কাজে ব্যবহৃত ফিনাইল নিম্নলিখিত দ্রব্য সম্পর্কিত
ফ্লুরিনের যোজ্যতা ইলেকট্রনের শিল্ডিং -এর পরিমাপ—
সোনার ঘনত্ব রুপার তুলনায় অস্বাভাবিক বেশি— কারণ
নিম্নোক্ত কোন যৌগটি থার্মোপ্লাস্টিক ?
একটি 100 ml জলীয় দ্রবণে কতটা পরিমাণ একটি দ্বিক্ষারীয় অ্যাসিড (আণবিক ওজন 200) যোগ করা হলে দ্রবণটির মাত্র 0.1 (N) হয় ?
3 - 5% পরিমাণে যে পদার্থ দিয়ে রাবার উত্তপ্ত করার প্রক্রিয়াকে ভালকানাইজেশন বলে তা হল—
প্রকৃতিতে কতগুলি অ্যামিনো অ্যাসিড আছে ?
পিতল নিম্নোক্ত ধাতুদ্বয়ের সংকর
অতি বেগুনী অঞ্চলে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন নিক্ষেপের ফলে উৎপন্ন বর্ণালীর নাম
হাইড্রোজেন পার-অক্সাইড নীচের কোন যৌগের সমপরিমাণ ইলেকট্রন আছে ?
উৎসেচক একটি জীব রাসায়নিক বিক্রিয়াকে যেভাবে ত্বরান্বিত করে তা হল
কোন ধাতুর আয়ন সালোক-সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে ?
নীচের কোনটি সবচেয়ে উপযুক্ত নিউক্লীয় জ্বালানি
একটি বড় বরফের খন্ড O০ তাপমাত্রায় বায়ুতে রাখা আছে । এতে একটি ছোট গর্ত করে অল্প জল ঢালা হলে , সেই জলটি
স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায় তবে কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন
নর্মাল স্যালাইন হল সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবন , যার মাত্রা
ইউরেনিয়ামের রেডিও অ্যাকটিভ ক্ষয়ে তৈরী হয়
উষ্ণতা বৃদ্ধি পেলে নীচের কোন্টির রোধ হ্রাস পায় ?
প্রকৃতিতে গ্রীনহাউস অবস্থা সৃষ্টিতে নিম্নোক্ত কোন্টি সর্বাধিক সক্রিয় ?
রাসায়নিকভাবে স্পেরোপোলেনিন্ একটি
নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোন্টি শুধু বিজারক হিসাবে কাজ করে ?
দুধ হল এক প্রকার দ্রবণ যাকে বলা যায়