Welcome to your WBCS 2006 to 2022 Prelims All Biology Questions
নিম্নোক্ত কোন প্রাণীটিকে ‘জীবন্ত জীবাশ্ম' বলা হয় ?
Phytopthora palmivora হল একপ্রকার
নিম্নলিখিত কোনটি জলজ ফার্ন ?
ইস্টের ‘সন্ধান' (Fermentation) করবার ক্ষমতার জন্য দায়ী হল
নিম্নোক্ত কোন প্রাণীটি ‘উষ্ণশোণিত' শ্রেণিভুক্ত নয় ?
মানুষের চোখের কোন অংশটির প্রতিসরাঙ্ক সর্বাপেক্ষা বেশি ?
রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সহায়তা করে?
ট্রান্সজিনের প্রভাবে তৈরি প্রথম শস্যটি হল
মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা
‘ELISA’ টেস্ট পদ্ধতি যে রোগ নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় তা হল
গাছপালা যেখান থেকে পুষ্টি সংগ্রহ করে, তা হল
কে অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে ?
প্রতি একর ভরে বেশি ক্যালরি যোগান দেয় যে খাদ্য তা হল
কোন ব্যক্তির অ্যালকোহলে আসক্তির জন্য লিভার ক্ষতিগ্রস্ত হয় কারণ একি
মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা হল
লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল ____ দিন ।
নীচের কোনটি তিমির প্রধান স্বাসঅঙ্গ হিসাবে কাজ করে ?
মানুষের দুধ-দাঁতের সংখ্যা
100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে ?
ভিটামিন D -এর অভাবে কী রোগ হয়
মিয়োসিস -এর সময় ক্রসিং ওভার হয় এই দশায় / উপদশায় —
সুপরিচিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন এই জাতীয় উদ্ভিদ থেকে পাওয়া যায় —
বংশগতির পার্টিকুলেট থিওরি বা মতবাদ প্রবর্তন করেন —
পরিবর্তিত মৃদগত কান্ডের উদাহরণ —
নিম্নলিখিত কোন প্রাণীর ফাইলাম সব চাইতে পরের আবিষ্কার ?
একটি ডিমপাড়া স্তন্যপায়ী প্রাণী হলো —
প্রাচীন সংবহন কলাতন্ত্রবিশিষ্ট (vascular) উদ্ভিদের স্টিলির প্রকৃতি ছিল —
দেহকোষে 'বার বডি' পাওয়া যায় না —
কম্পিটিটিভ এক্সক্লুশন (Competitive Exclusion) নীতি অনুযায়ী দুইটি প্রজাতি অনেক দিন ধরে বাস্তুতন্ত্রের কোন অংশে থাকতে পারে না ?
যে পেশীকে ইচ্ছামত পরিচালনা করা যায়—
ইনসুলিনের লক্ষ্য কলা হলো —
Globule ( গ্লোবিউল ) ও Nucule ( নিকিউল ) পাওয়া যায় —
Carcinoma নামক ক্যান্সারের উৎপত্তি হয় যে কলাটি থেকে তা হলো—
কটি বিশুদ্ধ লাল ফুল বহনকারী গাছের সাথে একটি বিশুদ্ধ সাদা ফুল বহনকারী গাছের সংকর ঘটানো হলে F1 অপত্য জনুতে সব ফুল গোলাপী রং -এর হলো । এই ঘটনাকে বলা হবে —
ক্লোরোফিলে কোন ধাতু আছে ?
একটি হ্রস্বদিবা উদ্ভিদ -এর দিবা দৈর্ঘ্য সন্ধিক্ষণ 14 ঘন্টা । এই উদ্ভিদে ফুল ফুটবে যখন দিবা দীর্ঘ হবে —
একটি অন্তপরজীবী (endobiotic) ছত্রাক হলো—
'গাইনোবেসিক স্টাইল' (Gynobasic Style) পাওয়া যায়—
পৃথিবীতে যদি কোন বায়ুমন্ডল না থাকে, তবে পৃথিবী হয়ে উঠত
ডেমোক্রাটিক রিপাব্লিক অফ কঙ্গো -র একটি নদীর নামে নিম্নলিখিত কোনটির নাম ?
পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরণকে বলা হয়
DNA -র পিরিমিডিন বেসগুলি হল
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক অক্সিন ?
প্রাক জৈব আদিম পৃথিবীর বায়ুমণ্ডলের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল
কোষ বিভাজনের সময় DNA কোথায় সংশ্লেষিত হয় ?
মেন্ডেলীয় দ্বিশংকর জননের বহিরঙ্গের অনুপাত হল
‘প্রাকৃতিক নির্বাচন’ তত্ত্বের প্রবক্তা হলেন
মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায়, বিশুদ্ধ-দীর্ঘ উদ্ভিদের সঙ্গে খর্ব উদ্ভিদের সংকরণের ফলে F1 জনুর সকল উদ্ভিদ দীর্ঘ হয়, কারণ -
DNA –এর একটি প্যাঁচের মাপ
‘মস্তিস্ক ম্যালেরিয়া’ ঘটায়
স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা
লবঙ্গ আহরণ করা হয় কোন অংশ থেকে ?
নিচের কোনটি প্রকৃত ফল নয় ?
নিচের কোন রোগটি প্রোটিনের অভাবে হয় ?
প্রাণীদের দীর্ঘতম কোষ নিচের কোনটি ?
ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়ায় ?
মাইটোসিসের কোন দশায় ক্রোমোজমগুলি V, J, L অথবা I আকৃতির হয় ?
রাইজোম কেন একটি পরিবর্তিত কাণ্ড ?
নিচের কোন বৈশিষ্ট্যটি একবীজপত্রী উদ্ভিদের ?
স্ত্রীশিক্ষার হার বাড়ানো জন্মহারকে কীভাবে প্রভাবিত করতে পারে ?
গাজর –এর মূলের চিহ্নিতকরণ বৈশিষ্ট্য কী ?
পাচিত খাদ্যের শোষণ কোথায় হয় ?
এন্ডেমিক উদ্ভিদ তারাই, যারা জন্মায়
হিমোগ্লোবিনে কোন ধাতব আয়নটি আছে ?
ব্যক্তবীজী উদ্ভিদে ত্রি-নিষেক ঘটার ফলে প্রস্তুত হয়
বন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ ঘটে
পর্যাপ্ত পরিমাণ অ্যামাইলেসের উত্পত্তিস্থল হল
পদবিহীন উভচর প্রাণী যে বর্গের অন্তর্গত, তা হল
শস্যক্ষেত্রে DDT স্প্রে করলে দূষিত হয়
যেটির অনুপস্থিতিতে পাখি বাদুড়ের থেকে পৃথক গোষ্ঠীর প্রাণী তা হল
চিংড়ির ক্যারাপেসের যে অংশটি গিল আবরণীর কাজ করে তাকে বলা হয়
স্তন্যপায়ী প্রাণীর সারভাইক্যাল কশেরুকার সংখ্যা
কোন উদ্ভিদের শস্য (এন্ডোস্পার্ম) থেকে তেল পাওয়া যায় ?
প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা হল—
নিমাটোফোর (শ্বাসমূল) -এর উপস্থিতি দেখা যায়—
মূল, কান্ড ও পাতায় বিন্যস্ত নয় এমন উদ্ভিদ দেহ হল—
'DNA gyrase' উৎসেচকটি সংশ্লিষ্ট থাকে যে কাজের সঙ্গে তা হল—
'প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব'টির প্রবক্তা হলেন—
যে প্রাণী গোষ্ঠী সমুদ্র জলে পাওয়া যায় না—
ADH -এর অভাবে যে রোগটি সৃষ্টি হয়—
পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কীট মানুষের যে অংশে অবস্থান করে—
নিম্নোক্তগুলির মধ্যে কোনটি ভাইরাসজনিত রোগ ?
জাইমেল কলা প্রধানত সংশ্লিষ্ট—
একটি নির্দিষ্ট ধরনের এবং/অথবা একটি নির্দিষ্ট এলাকায় সমুদায় জীব্গুলির ভরকে বলে—
নীচের কোনটি একটি এন্ডেমিক উদ্ভিদ ?
ওয়াটসন ও ক্রিক কী আবিষ্কারের জন্য বিখ্যাত ?
উদ্ভিদ কোশের মূল উপাদান যে কার্বোহাইড্রেটটি তা হল—
নিম্নলিখিত উদ্ভিদ্গুলির কোনটি মূল বিহীন ?
খালি চোখে দেখা যায় এরকম কোশের সাইজ হল—
নীচের কোনটি স্থলভাগে প্রাপ্ত শৈবাল ?
পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের বনভূমি দেখা যায়—
সর্বাপেক্ষা কম সালোকসংশ্লেষ হয়—
পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উত্পন্ন উত্সেচক হল—
স্নায়ুকোশ সৃষ্টি হয় এম্ব্রায়নিক কোন স্তর থেকে ?
আবহমন্ডলে অবস্থিত কোন দূষিত পদার্থের জন্য সালোকসংশ্লেষের হিল বিক্রিয়া বন্ধ হয়ে যায় ?
কি সেচন করে ফলের পতন রোধ করা যায় ?
বিধিনিষেধিত উৎসেচক সংশ্লেষিত হয়
কিসের দ্বারা প্রাথমিক এবং গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় ?
উদ্ভিদের যে গ্রাহক আলোক পর্যায় কাল নির্ণয় করে তা হল ।
ইউরিয়া মানুষের শরীরের কোথায় তৈরী হয় ?
নারিকেলের পুষ্পবিন্যাসটি হল
সরীসৃপ ও পাখির মধ্যে যোগসূত্র হল
যদি একটি বিশুদ্ধ হলুদ মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ মটর গাছের পরনিষেক হয়, তাহলে F প্রজন্মে কতগুলি ডিম্বক উৎপন্ন হবে ?
উচ্চস্তপায়ীর জরায়ু ও যোনি নালীর সংযোগ স্থলের সরু অংশটি যে নামে পরিচিত
একটি ব্রায়োফাইট / মস -এর দেহজ অংশটি যে গঠনকে উপস্থাপিত করে , তা হল
হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি হল
হৃদপেশী ক্লান্ত ( Fatigue ) হয় না কারণ
হ্যাভারশিয়ান তন্ত্র যার অংশবিশেষ
পাতায় ঢোকানো পত্ররন্ধ্রের উপস্থিতি যে চারিত্রিক বৈশিষ্ঠ দেখায় , তা
পালিটিন ক্রমোজোম যে কোষে পাওয়া যায়
সালোক সংশ্লেষে আলোক দশা সম্পন্ন হয়
AIDS/HIV ভাইরাস এক প্রকারের
'DNA পর্যায়ক্রম' প্রক্রিয়া আবিষ্কার করেন
ক্ল্যাডোগ্রাম যে প্রকল্পটিকে ব্যাখ্যা করে
শ্বসনে , যে গুরুত্বপূর্ণ ভুমিকা সাইটোসল পালন করে তা হল
ওজনের পরিমাণে মানব দেহের শতকরা কতটা জল ?
আয়োডিন দেওয়া হয় যে রোগে আক্রান্ত রোগীকে তা হল
নারকেলের যে অংশটি আমরা খাই তা হল
সিংকোনা গাছের কোন অংশ থেকে কুইনিন পাওয়া যায় ?
ম্যালেরিয়া পরজীবী জীবাণু রোগীর রক্তে যথাযথ পাওয়া যায়
নিম্নলিখিত কোন ভিটামিনে অ্যাসিল COA ডিহাইড্রোজিনেস প্রস্থেটিক গ্রুপ যুক্ত থাকে ?
এন্থেরা আসাম থেকে সংগৃহিত রেশম
নিম্নলিখিত কোন প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায় ?
Pakinson’s রোগ নিম্নলিখিত অঙ্গের স্নায়ুকোষের ক্ষয় দেখে চিহ্নিত করা হয়ঃ
ক্যান্সারের কারণ যে জিনগুলির সক্রিয়তা
নীচের কোন্টি একটি পতঙ্গভোজী গাছ ?
অধিকাংশ মানসিক ব্যাধিগ্রস্ত রোগী হাসপাতালে ভর্তি হয় এই কারণেঃ
নিম্নলিখিত রোগগুলি নির্ধারিত হওয়ার পর কোন্ রোগী সবচেয়ে স্বেছায় সাইকোথেরাপি চিকিংসা গ্রহণে ব্রতী হবে ?
রেট্রোভাইরাসের আর.এন.এ. থেকে ডি.এন.এ. উৎপন্ন
যে প্রক্রিয়ায় রাইবোজোম উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তা হল
মস্তিষ্কের occipital অংশকে উদ্দীপ্ত করলে যে সংবেদনের বোধটি জেগে ওঠে তা হল
যে DNA তে নাইট্রোজেন বেস অনুপস্থিত তা হল
আমাদের বয়স বাড়ার সাথে সাথে যে মানসিক ক্ষমতাটি সবচেয়ে ক্ষীণ হয়ে আসে সেটি
বাস্তুতন্ত্রের শক্তিকে শক্তিপ্রবাহ বলা হয়, কারণ
ব্যাকটেরিয়া ভাইরাস থেকে স্বতন্ত্র কোন্টিতে ?
রোগাক্রান্ত হওয়ার পূর্বনির্ধারিত কারণকে এই বলে অভিহিত করা হয়ঃ
একজন প্রাপ্তবয়স্কের হ্রৎপিণ্ড প্রতি ঘন্টায় যে পরিমাণ রক্ত পাম্প করে তা প্রায়
রক্তচাপ মাপার যন্ত্রের নাম
মানুষের দেহে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবানু
নিউম্যাটোফোর (Pnenmatophore) হল
কোন্ ফাইটোহরমোন সেনেসেন্সের জন্য দায়ী ?
নিম্নোক্ত কোন্টি বহুরূপের প্রজাতি ?
নিম্নোক্ত কোন্টি মানুষের বংশগত রোগ নয় ?
ভারতে উৎপন্ন ফসলের ----- শতাংশ খাদ্যশস্য।
মানুষে কালাজ্বর ব্যাধি নিম্নোক্ত কোন্টির কামড়ে ছড়ায় ?
ইকোলজিকাল নিক্ বলতে কি বোঝায় ?
প্রকৃতিতে সব খাদ্য শঙ্খলের গোড়ায় উৎপাদক (producer) ধরনের এবং অন্তিমে বিয়োজক/বিয়োজক (decomposer) জাতীয় জীব থাকে। একটি পুষ্করিণীর মতো ইকোসিস্টেমে নিম্নোক্তদের কোন্টি উৎপাদকের স্থলাভিষিক্ত ?
ভারতে উদ্ভিদ অঞ্চলের সংখ্যা হল
সবজির রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাস
মানুষের বংশগতি গঠনে পুরুষে বৈশিষ্ট্য হিসাবে থাকে