mcqcloud

This website is purely for competitive exam students. Here you all can get the previous year’s general knowledge questions that are also exam-wise and a separate menu is created for subject-wise purposes and that too is also exam-wise. And the last thing is you can go through the youtube class sections for a particular quiz after a youtube video that is uploaded to in youtube channel. But Now here the post is for

Exam Name: WBCS 2016 Prelims
Exam Category: Previous Type Questions
Section Name: GENERAL KNOWLEDGE
Subject included: HISTORY, GEOGRAPHY, POLITY, SCIENCE, BIOLOGY, CHEMISTRY, PHYSICS, STATIC GK, CURRENT AFFAIRS

Number of Questions: 127 Questions
Time: Not Applied (Unlimited Time)
Exam Type: Paid Free

Quiz Format Link:

Welcome to your WBCS 2016 Prelims All GK Questions

Astronomy বলতে নীচের কোন বিষয়ের ওপর পড়াশোনা করা বোঝায় ?

কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমলের নাম যুক্ত ?

পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নীচের কোন পর্বতশ্রেণির অন্তর্ভুক্ত ?

লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা—

'তকাভি' বলতে কি বোঝায় ?

নীচের কোন বিদেশী পরিকল্পনাকে অনুসরণ করে DVC পরিকল্পনা করা হয়েছিল ?

ভারতের রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী 2014-15 সালে ভারতের আই টি, আই টি ই এস এবং বিপিও সেবায় ভারতের মোট রপ্তানি কতটা বৃদ্ধি পেয়েছে ?

নিম্নোক্ত কোন ধর্মীয় সংস্কার আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল ?

মুঘল সাম্রাজ্যের সরকারী ভাষা ছিল—

ভারতের মধ্যে নীচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন ?

বিশ্ব উপভোক্তা দিবস কোন দিনে পালিত হয় ?

ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় —

'ভারত ভাগ হলো সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তাবোধ -এর আত্মসমর্পণ— ভারত ভাগ সম্বন্ধে কে এই মন্তব্য করেছিলেন ?

নীচের কোনটি রাজ্যটিতে ঋণাত্মক জনসংখ্যার বৃদ্ধি হয়েছে ?

নিম্নলিখিত কোন ব্যক্তি দীন-ই-ইলাহির একজন সদস্য হয়েছিলেন ?

নীতি আয়োগ গঠিত হলো —

ডান্ডি মার্চ -এর সঙ্গে শুরু হয় —

বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায় ?

ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফ -এর সহযোগীতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ?

আদমসুমারি 2011 অনুযায়ী সর্বাধিক নগরায়ন যে রাজ্যটিতে —

প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয়ের বৃদ্ধির হার ছিল—

দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল ?

আদমসুমারি 2011 অনুযায়ী নীচের কোন রাজ্যটিতে জনঘনত্ব সর্বনিম্ন ?

ভারতবর্ষে বার্ষিক পরিকল্পনা করা হয় —

ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল কাদের মাধ্যমে ?

ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হলো —

1935 সালের আইন অনুযায়ী কোন প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়নি ?

ভারতের প্ল্যানিং কমিশন সর্বপ্রথম কোন পরিকল্পনা কালে বিকেন্দ্রীকৃত পরিকল্পনা চালু করেন ?

কম্পিটিটিভ এক্সক্লুশন (Competitive Exclusion) নীতি অনুযায়ী দুইটি প্রজাতি অনেক দিন ধরে বাস্তুতন্ত্রের কোন অংশে থাকতে পারে না ?

খ্রিস্টীয় অষ্টম থেকে দশম শতকে উত্তর ভারতে যে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতা ঘটেছিল তাতে অংশগ্রহণকারী শক্তিগুলি কারা ছিল ?

নীচের কোন স্থানটি জেরোফাইট (Xerophytic) উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ ?

ইনসুলিনের লক্ষ্য কলা হলো —

1942 -এর ভারতছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় ছিলেন ?

কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন ?

গ্রাব কিসের লার্ভা ?

শিলং মালভূমি 'মেঘালয়' নামে পরিচিত । কোন ব্যক্তি এই নামকরণ করেছিলেন ?

1907 সালে 'স্যার কার্জন উইলিকে' কে হত্যা করেন ?

ডারউইন ও ওয়ালেশ দু'জনেই অনুপ্রাণিত হন কার লেখা "An Essay on the Principles of Population" বইটি পাঠ করে ?

নিম্নলিখিত কোন গ্রন্থখানি বলনের সময়কাল সম্পর্কে বিবরণ প্রদান করে ?

অমরকন্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে এবং প্রবাহিত হয়েছে ভিন্ন দিকে (পশ্চিম এবং পূর্ব) নদী দুটি হল —

স্ট্যাফোর্ড ক্রিপস সদস্য ছিলেন —

যে পেশীকে ইচ্ছামত পরিচালনা করা যায়—

কোন পর্বতশ্রেণির ভিন্ন ঢালে (দুই দিকের) স্বাভাবিক উদ্ভিদের বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় ?

ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দোগ্রীক শাসক কে ছিলেন ?

Carcinoma নামক ক্যান্সারের উৎপত্তি হয় যে কলাটি থেকে তা হলো—

'দি মোহামেডান-অ্যাংগলো-ওরিয়েন্টাল-ডিফেন্স এ্যাসোসিয়েশন' -এর শুরু করেছিলেন—

এক ব্যক্তি ভারতের উপর দিয়ে আকাশপথে যাওয়ার সময় স্বাভাবিক উদ্ভিদের নিম্নলিখিত ক্রম লক্ষ্য করল— চিরহরিৎ অরণ্য, সাভানা, শুষ্ক পর্ণমোচী, পর্ণমোচী । তার উড়ানপথ হবে—

নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে ?

স্পিন্ডল তন্তু তৈরি হয়—

পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় ?

Globule ( গ্লোবিউল ) ও Nucule ( নিকিউল ) পাওয়া যায় —

উপনিষদগুলি সংকলিত হয়েছিল মোটামুটি —

একটি অন্তপরজীবী (endobiotic) ছত্রাক হলো—

1911-1921 -এ পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল —

ভারত যখন স্বাধীন হয় তখন কে কংগ্রেস সভাপতি ছিলেন ?

'গাইনোবেসিক স্টাইল' (Gynobasic Style) পাওয়া যায়—

ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সমনীভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে ?

ভারতের কোন রাজ্যে Tank irrigation -এর শতকরা হার সর্বাধিক ?

বৌদ্ধধর্ম মতে, সকল দুঃখের কারণ হল—

1921 -এর মোপালা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল ?

কটি বিশুদ্ধ লাল ফুল বহনকারী গাছের সাথে একটি বিশুদ্ধ সাদা ফুল বহনকারী গাছের সংকর ঘটানো হলে F1 অপত্য জনুতে সব ফুল গোলাপী রং -এর হলো । এই ঘটনাকে বলা হবে —

ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে ?

ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় ?

শিল্পের অবস্থান সংক্রান্ত মডেলটিতে ওয়েবার ব্যবহার করেছেন —

একটি হ্রস্বদিবা উদ্ভিদ -এর দিবা দৈর্ঘ্য সন্ধিক্ষণ 14 ঘন্টা । এই উদ্ভিদে ফুল ফুটবে যখন দিবা দীর্ঘ হবে —

কে 'সোমপ্রকাশ' সংবাদপত্রটি শুরু করেন ?

স্বরাজদল কোন সময় নির্বাচনে অংশগ্রহণ করেছিল ?

নাগাল্যান্ডের পাহাড়গুলি দ্রুত অনুর্বর হয়ে পড়েছে, কারণ —

হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত ?

ক্লোরোফিলে কোন ধাতু আছে ?

ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রের দ্বারা সরাসরি পরিচালিত বা রাষ্ট্রের থেকে আর্থিক সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নাগরিকের ভর্তি হওয়ার অধিকার অস্বীকার করা যাবে না কেবলমাত্র ধর্ম, জাতি, বর্ণ, ভাষা অথবা এর কোন একটির জন্য ?

ভারতবর্ষের সর্বাধিক পতিত জমি রয়েছে —

প্লাস্টিক শিল্পে ব্যবহৃত PVC শব্দটির অর্থ

ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকুল্যে যে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোন ধর্মীয় শিক্ষাপ্রদান করা যাবে না ?

অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ কে ছিলেন ?

ভারতের যেখানে জোয়ার শক্তি (Tidal Power) উৎপাদনের সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে —

উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয় ?

ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে কিছু সীমাবদ্ধতার মধ্যে প্রত্যেক ধর্মীয় সত্তার ধর্মীয় এবং সমাজসেবামূলক কাজের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা এবং পরিচালনা করার অধিকার থাকবে ?

নীচের কোনটি পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট পর্বতের মিলন বিন্দু ?

ওজোন স্তরের ক্ষয়ের জন্য নীচের কোনটি দায়ী ?

কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না ?

ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে ?

কে 'অনুশীলন সমিতি' সংগঠিত করেছিলেন ?

1984 -র ভোপাল গ্যাস দুর্ঘটনায় নীচের কোন গ্যাসটি নির্গত হয়েছিল ?

জাইন এরহাইম সম্বন্ধে কোনটি সত্য ?

ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার 'অস্পৃশ্যতা'র অবলুপ্তি ঘটানো হয়েছে ?

গান্ধিজি 'হিন্দ স্বরাজ' লিখেছিলেন —

কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছেয় ?

ট্রোপোপোজ (Tropopause) হল —

থিওসফিক্যাল সোসাইটির ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেছিলেন ?

ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে ?

নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয় ?

ভারতীয় জাতীয় আন্দোলনে চরমপন্থী মত ও পথের উত্থানের প্রত্যক্ষ কারণ কি ?

'হিন্দু মজদুর সংঘ' -এর প্রতিষ্ঠাতা ছিলেন ?

নিচের কোনটি 'লাফিং গ্যাস' নামে পরিচিত ?

ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্বন্ধে বলা হয়েছে ?

কে 'বারভাইস সভা' সংগঠিত করেছিলেন ?

কোন বৎসর সুভাষচন্দ্র বসু জার্মানীতে 'মহানিষ্ক্রমণ' ঘটেছিল ?

তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো অর্ধপরিবাহীর রোধ —

ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে ?

কে 1932 খ্রিঃ কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিলেন ?

X রশ্মি হল —

কবে কার অধিনায়কত্বে Indian National Army আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল ?

ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা —

সৌর শক্তির উৎস হল —

পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয় ?

দেশ ভাগের সময় ভারতে কতগুলি সামন্ত রাজ্য ছিল ?

সমতল দর্পণের প্রতিবিম্ব হয় —

নিম্নের করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের এক্তিয়ার ভুক্ত ?

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 1944 খ্রিঃ তে অস্থায়ী আজাদ হিন্দ সরকারের অধীনে প্রথম ভারতীয় স্বাধীনতাপ্রাপ্ত ভূখণ্ড পুনঃনামকরণ হয়েছিল ?

নিম্নলিখিত কোন ধর্মের জন্য জল কৈশিক নল বেয়ে উঠে যায় ?

পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে ?

পার্লামেন্টে তাঁর সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না —

টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে ?

"ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এককেন্দ্রিকও নয়— কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়" —কথাটি কে বলেছিলেন ?

'Drain of wealth' বইয়ের লেখক কে ?

সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত ?

রঞ্জিত সিং কোন মিশলের নেতা ছিলেন ?

কোন দুই ভারতীয় শহরকে প্রথমবার ইউনেস্কো -এর ক্রিয়েটিভ শহর নেটওয়ার্ক (UCCN) সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে ?

আইন প্রণয়নের জন্য যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয় সংখ্যা কত ?

পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কি ?

কোন গভর্নর-জেনারেলের শাসনকালে ভারতীয় সিভিল সার্ভিস (I.C.S) প্রবর্তিত হয়েছিল ?

1621 খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিল ?

ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রস্তাব পাস করেছিল ?

এখনও পর্যন্ত কয়টি ফিন্যান্স কমিশন তাঁদের প্রতিবেদন দাখিল করেছেন ?

পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিমি ?

কে দু-আসপা শি-আসপা ব্যবস্থা চালু করেছিলেন ?

You can participate also in Random Quizzes or SubJect Wise Quizzes and don’t forget to visit this website’s youtube channel where you can get lots of stuff and all these things are absolutely free.

 

The exam is suitable for which type of exams?
This is an WBCS Prelims paper but what we have known is that what is asked in WBCS Prelims Exam that is also important for other SSC, insurance, and railway board exams and as well as other state-level exams. So this quiz is necessary for these types of exams like SSC CGL, SSC CHSL, SSC MTS, SSC CPO, SSC Steno, SSC Selection Post, SSC Miscellaneous, SSC Hindi translator, and many more SSC-type exams. And also valid for those who will give exams for Railway Board exams (Like Railway NTPC, Railway Group D, Railway ALP/Technician) and also for state-level exams specially for west Bengal SSC psc level exams (West Bengal Civil Service Exam, WB PSC Miscellaneous Exam, WB PSC FOOD Sub Inspector Exam, WB PSC Clerkship Exam, WB Police Sub Inspector Exam, WB Police Constable Exam, Kolkata Police Sub Inspector Exam, Kolkata Police Constable Exam, WB ICDS Exam, WB Group D Exam, WB Motor Vehicle Non-Technical Exam Etc. And many other states’ PSC and State Civil Service exams.

 

 

By Soumen

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *