1. তড়িৎ প্রবাহের একক কি?
[1] অ্যাম্পিয়ার [2] প্রোটন [3] নিউটন [4] ইলেকট্রন
2. বাড়ীতে A.C ব্যবহার করা হয় কারণ A.C
[1] নিরাপদ [2] সহজেই উৎপাদনশীল [3] সস্তা [4] পরিবহন সাশ্রয়কারী
3. আইনস্টাইন যে জন্য নোবেল পুরস্কার পান তা হল-
[1] আলোক-তড়িৎ ক্রিয়া সংক্রান্ত সমীকরণ [2] বিশেষ আপেক্ষিকতাবাদ [3] সাধারণ আপেক্ষিকতাবাদ [4] ব্রাউনীয় গতির ব্যাখ্যা
4. এদের কোনটি দৈর্ঘ্যের একক নয়?
[1] আলোকবর্ষ [2] মাইক্রন [3] AU [4] রেডিয়ান
5. কোন্ রাশির একক ডাইন-সেকেন্ড?
[1] বল [2] ভরবেগ [3] শক্তি [4] ক্ষমতা
6. ‘লাল’ বিপদ সংকেত হিসাবে ব্যবহার করার কারণ—
[1] রক্তের রং লাল [2] বাতাসের অণু লাল আলোকে সবথেকে কম বিক্ষিপ্ত করে [3] লাল রং সহজলভ্য [4] লাল রং চোখের ক্ষেত্রে সুখকর
7. সেন্টিগ্রেড এবং ফারেনহাইট তাপমাত্রা ______ এ একই
(1) ৩২° (2) ৪০° (3) -২৭৩° (4) -৪০°
8. নিচের কোনটি বিদ্যুতের পরিবাহী?
(1) রাবার (2) বিশুদ্ধ জল (3) লবণ জল (4) বেনজিন
9. Newton’s First Law is also called as / নিউটনের প্রথম সূত্রকে ______ -ও বলা হয়
(1) Law of moments (2) Law of inertia (3) Law of energy (4) Law of Momentum
10. The head mirror used by ENT doctors is _____ / ENT ডাক্তাররা যে হেড মিরর ব্যবহার করেন তা হল ____
(1) Concave/অবতল (2) Convex/উত্তল (3) Plane/সমতল (4) Plano-convex/সমত্তল
11. শব্দের গতি কোথায় সবচেয়ে বেশী ?
[1] জল [2] বাতাস [3] লোহা [4] শূন্যস্থান (ভোকুয়াম)
Answer:1. অ্যাম্পিয়ার
2. পরিবহন সাশ্রয়কারী
3. আলোক-তড়িৎ ক্রিয়া সংক্রান্ত সমীকরণ
4. রেডিয়ান
5. ভরবেগ
6. বাতাসের অণু লাল আলোকে সবথেকে কম বিক্ষিপ্ত করে।
7. -৪০°
8. লবণ জল
9. Law of inertia
10. Concave/অবতল
11. লোহা